214667

পুলওয়ামার হামলা মোদির কঠোর পলিসির ফল: ইমরান খান

অনলাইন সংস্করণঃ- পুলওয়ামার হামলা নরেন্দ্র মোদির মুসলিম বিরোধী মনোভাব এবং কাশ্মীর বিষয়ে তার কঠোর পলিসির অবধারিত ফল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

লন্ডনভিত্তিক একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ইমরান এ মন্তব্য করেন।

জঙ্গি সংগঠন জইশে মোহাম্মদের সঙ্গে পাকিস্তানের কোনো ধরনের সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। জঙ্গিসংগঠনগুলোর বিরুদ্ধে অতীতের যে কোনো সময়ের চেয়ে পাকিস্তান এখন কঠোর অবস্থানে রয়েছে।

ইমরান খান বলেন, পুলওয়ামার ঘটনাকে ব্যবহার করে মোদি সরকার যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল। পুলওয়ামার হামলা মোদির মুসলিম বিরোধী মনোভাব এবং কাশ্মীর বিষয়ে তাদের কঠোর পলিসির অবধারিত ফল।

জাতীয় নির্বাচনের আগে ভারত যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটাতে পারে জানিয়ে ইমরান বলেন, লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে আমি এখনো যেকোনো পরিস্থিতির আশঙ্কা করছি। ভারত যুদ্ধের নেশায় মত্ত রয়েছে। ফের তারা কোনো উসকানি দিতে পারে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন হিংস্র ব্যক্তি। তিনি উভয় দেশকে যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছিলেন।

 

সূত্র যুগান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.