214510

পিছন থেকে ছুরির মারার মত কাজ করেছে অশ্বিন

গত সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচে খেলা জিতে গেলেও মানবতা হারিয়ে গেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেজ্ঞরা। সেই ম্যাচে জস বাটলারকে মানকড় আউট করে সমালোচনার মুখে পড়েছেন পাঞ্জাবের দলপতি রবিচন্দ্রন অশ্বিন। এই অলরাউন্ডারের অখেলোয়াড় সুলভ আচরণ মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই)।

সম্প্রতি টাইম অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ব্যাটসম্যানকে আউট করার ক্ষেত্রে ক্রিকেটীয় স্কিলই প্রয়োগ করা উচিত। দক্ষতা ছাড়া অন্য কিছু প্রয়োগ করা উচিত নয় বলেও মনে করেন তিনি। তিনি বলেন, ‘একজন ক্রিকেটারকে বোকা বানানোর ক্ষেত্রে ক্রিকেটীয় দক্ষতা ছাড়া অন্য কিছু প্রয়োগ করা উচিত নয়। প্রতিযোগিতা থাকা ভাল, কিন্তু তারও একটা সীমা থাকা দরকার।’

বাটলারের আউটকে আরেক বিসিসিআই কর্মকর্তা পেছন থেকে ছুরি মারার সাথে তুলনা করেছেন। অশ্বিন মাঠে জিতলেও, মন জিততে পারেননি বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘আউটের এই ধরণটি পেছন থেকে ছুুরি মারার মতোই। তাই এটা নিয়ে সমালোচনা হবেই। এটা দিয়ে মাঠে জেতা যায় কিন্তু মন জেতা যায় না।’

ম্যাচ শেষে অশ্বিনের সাথে হাত মেলাননি বাটলার। এটাকেও অনেকেই ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে বলে মনে করছেন। সব মিলিয়ে মানকড় আউট নিয়ে সমালোচনা এখন শিখরে।

পাঠকের মতামত

Comments are closed.