214114

পিরিয়ডে নারীদের মাথা ব্যথা কেন হয়?

অনলাইন সংস্করণঃ- পুরুষদের তুলনায় মাইগ্রেনের সমস্যা নারীদের অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই হরমোনের সমস্যাই এর কারণ বলে দেখা গিয়েছে। বিশেষ করে পিরিয়ডের ঠিক আগে মাথা ব্যথায় দুর্বল ও অসুস্থ হয়ে পড়েন অনেক নারীরাই। তার সঙ্গে মুড সুইং তো থাকছেই।

সাধারণত প্রতি মাসে পিরিয়ড শুরু হওয়ার তিনদিন আগে থেকে মাথা ব্যথা, খিটখিটে মেজাজ, কিছু ভাল না লাগার সমস্যায় পড়েন বেশিরভাগ নারী।

তবে কষ্টের বিষয় নারীদের প্রতি মাসের এই সমস্যা নিয়ে তারা খুব একটা চিন্তিত নই। এমন অবস্থার সাথে বেশির ভাগ নারী মানিয়ে নেন। পিরিয়ডের কারণে মাইগ্রেনের সমস্যা, কড়া আলো, জোরে গান বাজানো, তীব্র গন্ধে মাথা ব্যথা আরো বাড়ে।

এই সময় ইচ্ছে না করলেও সময়ে খেতেই হবে। কারণ দুই বেলার খাবারের মাঝে ব্যবধান বেশি হলে শরীরে গ্লুকোজ কমতে থাকে। ফলে আরো বাড়ে মাথা ব্যথা।

 

সূত্র বাংলাদেশ জার্নালঃ

পাঠকের মতামত

Comments are closed.