209560

চায়না ফ্যাশন নামে অনলাইন ব্যবসায় প্রতারণা

ফেসবুক পেইজের মাধ্যমে অনলাইন কেনাবেচার নামে চায়না ফ্যাশন নাম দিয়ে প্রতারণা চলে আসছে অনকেদিন ধরে। প্রতারণার ফাঁদ হিসেবে চায়না ফ্যাশন পেইজটিতে ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যের লোভনীয় অফার দেয়া আছে। লোভে পড়ে কোনও কিছু কিনতে চাইলে আপনি খুব সহজেই প্রতারণার ফাঁদে পড়বেন।

চায়না ফ্যাশনের পেজে ঢুকে দেখা গেছে প্রতিটা পণ্যের জন্য দেয়া আছে আলাদা আলাদা অফার। এমনকি ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বারও দেওয়া আছে। এই নাম্বার গুলোতে ফোন দিলেই প্রতারণার ফাঁদে পড়ে সাধারণ মানুষ। এতে বিপদে পড়ছেন নতুন উদ্যোক্তারা। এ খাতের সঠিক নীতি মালা না থাকায় এ ধরনের প্রতারণার ঘটনা হরহামেশাই হচ্ছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।

বিভিন্ন পণ্যের ছবি বিজ্ঞাপন দিয়ে অনলাইন ক্রেতাদের প্রলুব্ধ করে আসল পণ্য বিক্রির নামে ডেলিভারি চার্জ হিসেবে বিকাশে এবং এসএ পরিবহনে টাকা আদায় করে চায়না ফ্যাশন নামের প্রতারক চক্র।

ভুক্তভোগী মিজানুরের পন্য কেনার রশিদ। তিনি যেটা দেখে কিনেছেন সেটা পাননি।

পেইজে দেখানো আসল পণ্যের পরিবর্তে কম মূল্যের পণ্য দিয়ে ক্রেতাদের সাথে প্রতারনা করছে এই চক্রটি। অফিসের ঠিকানা জানতে চাওয়া হলে জানানো হয় চট্টগ্রাম থেকে পণ্য যাবে কুরিয়ারের মাধ্যমে। ক্রেতাদের কাছাকাছি কোন এসএ পরিবহনে। পরে দেখা যায় পণ্য এসেছে একই শহরের কোন কাছের জায়গা থেকে। সারা দেশে প্রতারণা করে এভাবে কর্মকান্ড চালাচ্ছে চায়না ফ্যাশন নামে প্রতারক চক্র।

ফেসবুক পেইজে চাইনা ফ্যাশন নামে কার্যক্রম চালালেও ক্যাশ মেমোতে দেখা যায় অনলাইন ফ্যাশন নাম। নামের নিচে লেখা তিন মাসের গ্যারান্টিসহ দুই বছরের ওয়ারেন্টি।

০১৯৮২১৮৯৪৪৪,০১৭৩৬৯৫৫৯৫৪,০১৭৩২১২৯৭৬৭,০১৯৯৮৯২৫৬৫৫,০১৮১৯৩০৯২৫৮, ০১৯৯৭২৪৮৬৮৪, ০১৭৩২১২৯৯৩৩, ০১৯২২১৩২৬০০, ০১৭৩৮৯০৫৮০০

নাম্বারগুলো ব্যবহার করে তারা প্রতারনা চালাচ্ছে। চায়না ফ্যাশনে পণ্য কিনে প্রতারিত হয়েছেন তাদের মধ্যে একজন মিজানুর রহমান বলেন, যে পণ্য দেওয়ার কথা ছিল সে পণ্য তো পাইনি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করলে কোনটাতে সংযোগ যাচ্ছে নাআবার কোনটাতে ব্যস্ত আছে বলে জানায়। নিচের ফেসবুকলিংকটি চায়না ফ্যাশনের।
https://www.facebook.com/ChinaFashion24/

পাঠকের মতামত

Comments are closed.