209233

নারী দিবস নিয়ে বোমা ফাটালেন হিন্দী নায়িকা টাবু

নব্বই দশকে নায়িকা হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছিলেন টাবু। নায়কনির্ভর বলিউডে বিস্তার করেন নিজের অন্যরকম আধিপত্য। খানদের সম্রাজ্যে টাবু নিজেকে শতভাগ মেলে ধরতে সক্ষম হন। স্বীকৃতিস্বরূপ দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তবে এখন আগের মতো নিয়মিত নন এ নায়িকা।

মাঝেমধ্যে তাকে বড় পর্দায় দেখা যায়। সম্প্রতি নারী দিবস উপলক্ষে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বলিউড নিয়ে কিছু না বলা কথা প্রকাশ করলেন টাবু। এ সময় কষ্ট ও ক্ষোভের কথাও জানান এ নায়িকা।

টাবু বলেন, নারী দিবস আলাদা করে পালনের পক্ষেই না আমি। কারণ এতে করে নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদ তৈরি হয়। আমি যেহেতু বলিউডে কাজ করি তাই সেটা নিয়ে বলতে চাই। বলিউড শুরু থেকে পুরুষরা শাসন করে আসছে।

নায়কনির্ভর ছবির সংখ্যা আশি ভাগের বেশি। এমন যখন ইন্ডাস্ট্রির অবস্থা তখন নারী হিসেবে কাজ করে নিজেকে প্রমাণ করাটা কঠিন। তাছাড়া হয়রানি কিংবা যৌন হেনস্তার বিষয়ও আছে। এখন অবস্থার পরিবর্তন হচ্ছে। এসবের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। এর পাশাপাশি বলিউড যেন পুরুষনির্ভর না হয়ে পড়ে সেদিকেও নজর দিতে হবে। দৃষ্টিভঙ্গি ও সচেতনতা দরকার।

পাঠকের মতামত

Comments are closed.