207419

প্রেমিক-প্রেমিকা জুটির সম্পর্ক টিকিয়ে রাখার দারুণ কিছু টিপস

ডেস্ক রিপোর্ট : যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন তারা হয়তো সঙ্গীর সঙ্গে শুরুতে ভালই সময় পার করেন। শুরুতে সম্পর্ক নিঁখুত মনে হলেও ধীরে ধীরে তা খারাপ হতে পারে। সম্পর্ক সুন্দরভাবে টিকিয়ে রাখতে সঙ্গীর ছোট ছোট বিষয়ও লক্ষ্য রাখা দরকার। সম্পর্ক টিকিয়ে রাখতে কিছু বিষয় ভুলে গেলে চলবে না। যেমন-

১. প্রশংসা শুনতে কে না পছন্দ করে। প্রশংসা শুধু একজনকে খুশীই করে না, তাকে আত্মবিশ্বাসী হতেও সাহায্য করে।

২. আপনি হয়তো আপনার সঙ্গীর প্রতি যত্নশীল কিংবা তার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আপনার সঙ্গীর প্রতি যাতে আপনার পরিবারের সদস্য ও বন্ধুদেরও একইরকম অনুভূতি কাজ করে সেদিকে লক্ষ্য রাখা উচিত। আপনার সঙ্গী যেন আপনার পরিবার কিংবা বন্ধুদের ব্যবহারে অপমানিত বোধ না করে সেদিকে দৃষ্টি রাখার দায়িত্ব কিন্তু আপনারই।

৩. সঙ্গীর সঙ্গে আনন্দ-বেদনার কথা ভাগাভাগি করলে সম্পর্ক দৃঢ় হয়। সঙ্গীরে প্রতি সৎ থাকাটা জরুরি । তবে যদি আপনার আগের কোনও সম্পর্ক থাকে তাহলে নিজেরা গল্প করার সময় বারবার তাকে টেনে আনবেন না। সেক্ষেত্রে বর্তমান সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।

৪. সম্পর্কের ক্ষেত্রে প্রতিশ্রুতি অনেক বড় ব্যাপার। সঙ্গীর কাছে এমন কোনও প্রতিশ্রুতি করবেন না যা আপনি পরে রাখতে পারবেন না । এরকম হলে মনে হবে আপনি যা বলেন তা আসলে কথার কথা, যার কোনও অর্থ নেই।

৫. যদি আপনার সঙ্গী আপনার সঙ্গে একান্তে কিছু সময় কাটাতে চান তাহলে বুঝবেন দুইজনের সুন্দর কিছু স্মৃতি তিনি ধরে রাখতে চাইছেন। এ কারণে কিছুদিন পর পর হলেও সঙ্গীর সঙ্গে আপনার কোথাও বেড়াতে যাওয়া উচিত। সূত্র : ইণ্ডিয়া টিভি

পাঠকের মতামত

Comments are closed.