207410

পথশিশুদের নিয়ে বিশ্বকাপ ক্রিকেট, খেলবে বাংলাদেশও

ডেস্ক রিপোর্ট : স্ট্রিট চাইল্ড ইউনাইটেড আয়োজন করতে যাচ্ছে স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের। আর এ লক্ষ্যে ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রধান কার্যালয়ে যৌথভাবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এবং লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)।

স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপের লক্ষ্য বিশ্বব্যাপী পথশিশুদের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেওয়া। আগামী মে মাসে যুক্তরাজ্যে আয়োজিত স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে বাংলাদেশ থেকে ১৪-১৭ বছর বয়সী চারজন মেয়ে ও চারজন ছেলে শিশুকে নির্বাচন করা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার কানবার হোসেন-বর উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর এক্সামিনেশনস সেবাস্তিয়ান পিয়ার্স, চেয়ার অব ফ্রেন্ডস অব স্ট্রিট চিল্ড্রেন মাইক সেরিফ, এলইইডো-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ফরহাদ হোসেন, স্ট্রিট চাইল্ড ইউনাইটেড-এর চিফ এক্সিকিউটিভ জন রো, ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে অভি রহমান এবং লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস (সাউথ) থেকে খালেদ চৌধুরীসহ ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাঠকের মতামত

Comments are closed.