207130

হঠাৎ করেই বলিউড সিনেমার নাম নিয়ে তোলপাড় ভারতে

ডেস্ক রিপোর্ট : মাঝবয়সী প্রযোজক বললেন, ‘পুলওয়ামা: দ্য ডেডলি অ্যাটাক’ নামটা কেমন?’ তাঁর সহকারী বললেন, ‘একটু বদলে “পুলওয়ামা: অ্যাটাক ভার্সেস সার্জিক্যাল স্ট্রাইক ২.০” করলে খারাপ হয় না।’ প্রযোজক বললেন, সোজাসাপ্টা নামগুলো আর পাওয়া যাবে না। ‘পুলওয়ামা’, ‘সার্জিক্যাল স্ট্রাইক ২.০’, ‘বালাকোট’ নামগুলো নেওয়া হয়ে গেছে।

যুদ্ধে ক্ষয়ক্ষতির আশঙ্কায় পুরো ভারত। ভারত-পাকিস্তান যুদ্ধের দামামা বেজে উঠতেই বলিউডের প্রযোজক-পরিচালকদের ভেতরে চাঞ্চল্য তৈরি হয়ে গেছে। ছবির নাম নিয়ে কাড়াকাড়ি শুরু করেছেন তাঁরা। জাতীয় দুর্যোগ হলে কী হবে, একে ব্যবসার কাজে লাগাতেই হবে! পুলওয়ামা হামলার ঘটনা নিয়ে ছবি বানাতে হবে। কারণ ভারতের জনগণের দেশপ্রেমের আবেগ পর্দায় ‘খায়’ ভালো। কয়েক দিন আগে সেটা আবারও প্রমাণ করেছে দেশপ্রেমের ছবি ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। ব্যবসা করেছে ২০০ কোটি রুপি। সুতরাং পুলওয়ামা হামলা নিয়ে ছবি করার জন্য আগাম নাম নিবন্ধন করতে রীতিমতো প্রতিযোগিতায় নেমে গেছেন প্রযোজক-পরিচালকেরা। বেশ কিছু নাম নিয়ে ইতিমধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে।

Eprothom Aloসম্প্রতি ভারতনিয়ন্ত্রিত জম্বু-কাশ্মীর অঞ্চলের পুলওয়ামায় ঘটে জঙ্গি হামলার ঘটনা। তার জের ধরে ভারত-পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি বিরাজমান। এ ঘটনাগুলোর মধ্যে আলোচিত বেশ কিছু শব্দকে ছবির নামের জন্য জুতসই মনে করছেন বলিউড-সংশ্লিষ্টরা। সেগুলোর মধ্যে রয়েছে ‘অভিনন্দন’ (পাকিস্তানে আটক ভারতীয় বৈমানিক), ‘বালাকোট’ (পাকিস্তানের শহর), ‘পুলওয়ামা’ শব্দগুলো। ইতিমধ্যে ভারতে পাঁচটি প্রযোজনা সংস্থা ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশনে (ইম্পা) ছবির নাম নিবন্ধন করতে শুরু করেছেন। ইতিমধ্যে এসব শব্দযোগে অন্তত ১০টি ছবির নামের আবেদন জমা পড়েছে। সেগুলো হলো ‘পুলওয়ামা: দ্য টেরর অ্যাটাক’, ‘পুলওয়ামা অ্যাটাক ভার্সেস সার্জিক্যাল স্ট্রাইকস ২.০ ’, ‘সার্জিক্যাল স্ট্রাইক ২.০ ’, ‘বালাকোট’, ‘ওয়ার রুম’, ‘হিন্দুস্তান হামারা হ্যায়’, ‘দ্য অ্যাটাকস অব পুলওয়ামা’, ‘পুলওয়ামা টেরর অ্যাটাক’, ‘উইথ লাভ ফ্রম ইন্ডিয়া’, ‘এটিএস ওয়ান ম্যান শো’।

ছবি কবে তৈরি হবে, আদৌ হবে কি না, সেটা গুরুত্বপূর্ণ নয়। আগে নাম নিবন্ধন করে রাখতে মরিয়া হয়ে উঠেছেন ভারতের প্রযোজক-পরিচালকেরা। ইম্পার দপ্তরের এক কর্মী জানান, প্রযোজকেরা ছবির নাম তালিকাভুক্ত করার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। জায়গায় দাঁড়িয়ে অনেকে আলোচনা করে আবেদন জমা দিচ্ছেন। গত ১৪ ফেব্রুয়ারি ভারতের জম্বু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হন। ঘটনার ঠিক পরেই ‘কমপ্লিট সিনেমা’ নামের ভারতীয় একটি ম্যাগাজিন জানায়, ‘পুলওয়ামা: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘ওয়ার রুম’, ‘হিন্দুস্তান হামারা হ্যায়’, ‘পুলওয়ামা টেরর অ্যাটাক’, ‘দ্য অ্যাটাকস অব পুলওয়ামা’, ‘উইথ লাভ ফ্রম ইন্ডিয়া’, ‘এটিএস-ওয়ান ম্যান শো’ নামগুলোর নিবন্ধনের জন্য ইম্পায় আবেদন জমা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ইম্পার এক প্রতিনিধি নিশ্চিত করেছেন, পুলওয়ামা হামলার পর গত সপ্তাহে সংশ্লিষ্ট নামের প্রচুর পরিমাণ সিনেমার নাম নথিভুক্ত করা হয়েছে।

চলচ্চিত্র বা ওয়েব সিরিজের জন্য একটি নাম নিবন্ধন করতে প্রযোজনা সংস্থাগুলোকে ১৮ শতাংশ করসহ খরচ করতে হয় ২৫০ রুপি। ফলে এক একটি প্রযোজনা সংস্থা ৪ থেকে ৫টি করে ছবির নাম নিবন্ধন করছে। নামগুলো ব্যবহার করে তাঁরা চলচ্চিত্র, ওয়েব সিরিজ নাকি টিভি অনুষ্ঠান বানাবেন, সেটাও ঠিক করে দেওয়ার সময় পাননি তাঁরা। সূত্রের ধারণা, পরে হয়তো নামগুলো বিক্রি করে দেবেন কোনো বড় প্রতিষ্ঠানের কাছে।

আজ শুক্রবার সকালে ইম্পায় যোগাযোগ করে জানতে চাওয়া হয়, ‘অভিনন্দন’ বা ‘উইং কমান্ডার অভিনন্দন’ নামগুলো খালি আছে কি না। ফোনে ওপাশ থেকে জানানো হয়, ‘জলদি আবেদন করুন, কিছুক্ষণ পর হয়তো থাকবে না।’ হাফিংটন পোস্ট ইন্ডিয়া

পাঠকের মতামত

Comments are closed.