207094

অবশেষে অভিষেকে উইকেটের দেখা পেলেন এবাদত (স্যালুট উদযাপন হলো তাহলে)

ডেস্ক রিপোর্ট : টেস্ট ক্যারিয়ারের অভিষেক ম্যাচেই এবাদত হোসেন পেয়ে গেলেন উইকেট। নেইল ওয়াগনারকে ৪৭ রানে ফিরিয়ে খুললেন টেস্ট উইকেটের খাতা।এরই মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও স্যালুট সেলিব্রেশনটা করা হলো এবাদতের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৭১৫ রানে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের চেয়ে ৪৮১ রানে এগিয়ে স্বাগতিকরা।

এর আগে হ্যামিল্টন টেস্টের তৃতীয়দিনে বাংলাদেশের থেকে ২১৭ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামে স্বাগতিক নিউজিল্যান্ড।

প্রথম দিন ভালো শুরুর পরও বেশি সময় ব্যাট করতে পারেনি বাংলাদেশ। তামিম ইকবালের টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরির (১২৬) পরও মাত্র ৫৯.২ ওভার খেলে ২৩৪ রানেই প্রথম ইনিংসে অল আউট হয়ে ফেরে টাইগাররা।

ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড গড়ে বাংলাদেশের বিপক্ষে ওপেনিং জুটির রেকর্ড। প্রথমদিন শেষে ৮৬ রানে অপরাজিত থাকে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। দ্বিতীয়দিন নেমে সেই রান টেনে নিয়ে যেতে থাকার পথে হয়ে যায় এক রেকর্ডও। বাংলাদেশের বিপক্ষে কোনো দেশের উদ্বোধনী জুটির সর্বোচ্চ রান করার রেকর্ড এটিই। পেছনে পড়ে যায় ২০০১ সালে ওয়েলিংটনে ম্যাট হর্ন ও মার্ক রিচার্ডসনের ১০৪ রানের জুটি।

রেকর্ডের এই জুটি ভাঙেন মাহমুদউল্লা। সৌম্য সরকার দু’টি ও মেহেদি হাসান মিরাজ এক উইকেট তুলে নিলে ২১৭ রানে এগিয়ে থেকে শেষ হয় দ্বিতীয়দিন।

পাঠকের মতামত

Comments are closed.