207136

অদ্ভুতভাবে আউট হয়ে দলকে বিপদে ফেললেন তামিম

ডেস্ক রিপোর্ট : অদ্ভুত! বিচিত্র! এ কেমন আউট হলেন তামিম ইকবাল! টিম সাউদির করা লেগ স্টাম্পের অনেক বাইরের শর্ট বলটা সরে গিয়ে ডাক করতে গিয়ে পড়ে গেলেন। ভারসাম্য হারিয়ে যখন ভূপাতিত বাঁহাতি ওপেনার, উঁচিয়ে ধরা ব্যাটে ততক্ষণ বল চুমু খেয়ে চলে গেছে কিউই উইকেটকিপার বিজে ওয়াটলিংয়ের গ্লাভসে। অদ্ভুত আউট হয়ে তামিম ফিরলেন ৭৪ রান করে। আবারও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।

যেভাবে আউট হলেন, তামিমের নিজেরই বিশ্বাস হচ্ছিল না! উইকেটে দুই পা ছড়িয়ে বসে পড়া বাংলাদেশ ওপেনারের হতভম্ব, অসহায় মুখখানি বলে দিচ্ছিল, এমন আউট মেনে নেওয়া যায় না! নিউজিল্যান্ড ফাস্ট বোলারদের ক্রমাগত বাউন্সারের সামনে আজ অসংখ্যবার ডাক করতে হয়েছে তামিমকে। এর আগে নিল ওয়াগনারের একটা শর্ট বল ডাক করতে গিয়ে ব্যাটে লেগেছিল। কিন্তু সে দফা রক্ষা পেলেও সাউদির বলে আর বাঁচতে পারলেন না। আউটটা অদ্ভুত হলেও দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই তামিমের। লেগ স্টাম্পের অনেক বাইরের শর্ট বল ওভারে সরে গিয়ে ডাক করার আদৌ কোনো দরকার ছিল? তামিম হয়তো চেয়েছিলেন একটু জায়গা করে নিয়ে সাউদির শর্ট বলটা পুল করতে। কিন্তু কিউই পেসার ধরে ফেলেছিলেন বিষয়টা। তামিম সরে আসতেই লেগ স্টাম্পের আরও বাইরে করলেন বলটা। ডাকটাও হয়েছিল, কিন্তু ব্যাট ঠিক জায়গায় ছিল না। জায়গায় দাঁড়িয়ে ডাক কিংবা ব্যাট নিচু করে রাখলেই এড়ানো যেত আউটটা।

তামিমের আউট হওয়ার পর হ্যামিল্টন টেস্টে আসলে বাংলাদেশের ইনিংস পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৭১৫ রান তুলে ইনিংস ঘোষণা করা নিউজিল্যান্ড এখন বাংলাদেশকে নিয়ে খেলছে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটা যদিও ভালোই হয়েছে। তামিম-সাদমানের ওপেনিং জুটি এনে দিয়েছে ৮৮ রান। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তামিম যেভাবে এগোচ্ছিলেন, দ্বিতীয় ইনিংসেও তাঁর তিন অঙ্ক ছোঁয়া সময়ের ব্যাপার মনে হচ্ছিল। তরুণ ওপেনার সাদমান ইসলামের সঙ্গে তামিমের ওপেনিং জুটি বেশ জমেও উঠেছিল। কিন্তু নিল ওয়াগনারের শর্ট বল পুল করতে গিয়ে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ হয়ে বেশি দূর এগোতে পারলেন না সাদমান। আউট হলেন ৩৭ রানে। দেখতে দেখতে ফিরে গেলেন মুমিনুল হক (৮), মোহাম্মদ মিঠুন (০। অদ্ভুতেড়ে আউট হয়ে তামিমও। কোনো উইকেট না হারিয়ে যেখানে ৮৮ রান উঠেছিল, ৩৮ রানের মধ্যে সেখানে পড়ল ৪ উইকেট।

৪ উইকেটে ১৫০ করা বাংলাদেশের ইনিংস ব্যবধানে হারানোই যে এখন অক্সিজেন ছাড়া এভারেস্ট চূড়ায় ওঠার মতোই কঠিন! সব ছাপিয়ে হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিনটা আলোচিত তামিমের অদ্ভুতেড়ে আউটটা! প্রথমআলো

পাঠকের মতামত

Comments are closed.