207054

৬৬ ওভার বল করে উইকেট শূন্য, কোচ বললেন বোলাররা ক্লান্ত

অনলাইন সংস্করণঃ- নিউজিল্যান্ড সফরে নিজেদের প্রথম টেস্টে একেবারে অনভিজ্ঞ পেস অ্যাটাক নিয়ে নেমেছিল বাংলাদেশ। তিন পেসার নিয়ে গড়া একাদশে একমাত্র আবু জায়েদ রাহী খেলেছেন তিনটি টেস্ট, খালেদ আহমেদ একটি ও এই টেস্টেই অভিষেক হয়েছে এবাদত হোসেনের। এর ফলাফলও বাংলাদেশ পেয়েছে হাতেনাতে। তিন পেসার মিলে ৬৬ ওভার বোলিং করেও তারা ছিলেন উইকেট শূন্য।

আজ শুক্রবার হ্যামিলটনে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের কোচ স্টিভ রোডস জানালেন বোলাররা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, ‘পরিকল্পনাটা কাজে লাগতে পারত। কিন্তু হয়নি। এমন পরিকল্পনা বোলারদের শক্তি শুষে নেয়। আমরা এক প্রান্ত থেকে এমন বোলিং করে যেতে পারতাম, দুই প্রান্ত থেকে না। সত্যি কথা বলতে, বোলাররা খুব ক্লান্ত হয়ে গিয়েছিল।’

কোচের কোনো পরিকল্পনাই এদিন কোনো কাজে আসেনি। বারবার পরিকল্পনা করেও পাচ্ছিলেন না সাফল্য। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা খেলছিলেন সাচ্ছন্দে। রোডস বলেন, ‘আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছিল। যেভাবে চেয়েছিলাম সেভাবে দিনের শুরু হয়নি। আমরা একটু বেশিই লেগ সাইডে বল করেছি। এরপর আমরা পরিকল্পনা পরিবর্তন করেছি। শরীর তাক করা বোলিং করার চেষ্টা করেছি। এরপর শর্ট বোলিংয়ের পরিকল্পনা করেছিলাম।’

হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে মাত্র ৪ উইকেট হারিয়ে ৪৫১ রান করে নিউজিল্যান্ড। ওপেনার জিত রাভাল অভিষেক সেঞ্চুরি হাঁকিয়েছেন, আরেক ওপেনার টম ল্যাথাম সেঞ্চুরি তুলে নিয়েছেন। তিন নম্বরে নামা কেন উইলিয়ামসন অপরাজিত আছেন ৯৩ রানে।

নিউজিল্যান্ডের ব্যাটিং নিয়ে স্টিভ রোডস বলেন, ‘নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতেই হয়। ওপেনাররা গতকাল দারুণ ভিত্তি গড়ে দিয়েছে। আজ সেই ভিত্তিতে দাঁড়িয়ে ইনিংস লম্বা করেছে। টাইমিং দারুণ ছিল তাদের। বল ছেড়েও খেলেছে ওরা। ওরা ওদের ক্লাস দেখিয়ে দিয়েছে। কেন উইলিয়ামসন খুবই দৃঢ়চেতা ব্যাটিং করেছে, এমন ফ্ল্যাট উইকেট ওদের আউট করা কঠিন।

সূত্র আমাদের সময়ঃ

পাঠকের মতামত

Comments are closed.