207028

শত্রুদের এভাবেই আমরা আপ্যায়ন করে থাকি : আফ্রিদি

অনলাইন সংস্করণঃ- গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর গাড়িবহরে হামলায় অন্তত ৪৪ সেনা নিহত হয়। আর এ আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে দেশটি। তবে পাকিস্তান এ হামলার দায় নিতে নারাজ।

কাশ্মীরের ঘটনায় দুই দেশের মধ্যে এখন যুদ্ধ যুদ্ধ ভাব চলছে। গত বুধবার পাকিস্তান সীমান্তে ভারতীয় দুই যুদ্ধবিমানকে ভূপাতিত করেন পাকিস্তান সেনারা। জবাবে ভারত পাকিস্তানের দুটি যুদ্ধবিমানকে ভূপাতিত করে।

ঘটনাপ্রবাহে পাকিস্তান বাহিনীর হাতে বন্দি হন দেশটির এক পাইলট। আর পাকিস্তান হারায় একটি যুদ্ধবিমান। তবে দুইদেশের লড়াইটা ছিল দুই বনাম কুড়ির মধ্যে। এক দিকে পুরনো আমলের দু’টি মিগ-২১ বাইসন জেট। অন্যদিকে, ২০টি অত্যাধুনিক এফ-১৬।

এদিকে, ভারতীয় পাইলটকে আটকের পর তার সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সদ্ব্যবহারের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।তিনি বলেন, পাকিস্তানের সেনাদের জন্য গর্ববোধ করি। পাকিস্তান সেনাদের স্যালুট।

আটক ভারতের পাইলট অভিনন্দনের একটি ভিডিও টুইটারে শেয়ার করেন আফ্রিদি। বুম বুম আফ্রিদির এই টুইটটি ভাইরাল হয়। এতে লাইক দিয়েছেন ২৯ হাজারের বেশি মানুষ।

ভিডিওতে দেখা গেছে, অভিনন্দন নামে ওই পাইলট চা খেতে খেতে বলেছেন- তার সঙ্গে ভালো আচরণ করেছেন পাকিস্তান সেনারা। তিনি পাকিস্তান সেনাদের ব্যবহারে অভিভূত। তাদের কাছে অনেক কিছু শেখার আছে বলেও মন্তব্য করেন।

ভিডিওটির দিয়ে নিচে ক্যাপশনে আফ্রিদি লেখেন- ‘পাকিস্তানি সেনাদের জন্য গর্ববোধ করি। শত্রুদেরও এভাবেই আমরা আপ্যায়ন করে থাকি। ভারত যে যুদ্ধের হিস্টরিয়ায় আক্রান্ত হয়েছে, সেটির এখন শেষ হওয়া দরকার। আমরা শান্তিপ্রিয় জাতি। এ সংকটের একমাত্র সমাধান আলোচনা, যা আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান উল্লেখ করেছেন।’

সূত্র  একুশের বাংলাদেশ/বিডিভিউঃ

পাঠকের মতামত

Comments are closed.