206882

পাকিস্তানের হাতে আটক পাইলটের ছোট্ট ছেলেকে লেখা এক পাকিস্তানীর চিঠি, যা পড়ে আপ্লুত সারাবিশ্ব

আক্তারুজ্জামান : পাকিস্তানে হামলা চালাতে গিয়ে বিমান ভূপাতিত করে পাকিস্তান। ফলে পাকিস্তানীদের হাতে বন্দী হন ভারতের পাইলট ভি অভিনন্দন। অনেক ঘটনার পর সেই পাইলটকে ছেড়ে দিতে চেয়েছে পাকিস্তান। এর আগে এক পাকিস্তানী একটি চিঠি লিখেছেন। চিঠিটি পাইলটের ছোট্ট ছেলে বানিকে উদ্দেশ্য করে লিখেছেন তিনি। ইতিমধ্যে চিঠিটি সারাবিশ্বে হৈ চৈ ফেলে দিয়েছে।

পাকিস্তানে অাটক পাইলটের ছেলেকে নিয়ে একটি খোলা চিঠি লেখাটির বাংলায় অনুবাদ করে তুলে ধরা হলো।
হায় ছোট্ট বানি,

অভিনন্দন, এই কারনে যে তুমি তোমার বাবাকে ফিরে পেতে যাচ্ছো শীঘ্রই। আমরা তাকে শীঘ্রই ফিরিয়ে দিচ্ছি তোমার কাছে একটি গিফট হিসেবে, সেটা কোন বিষয় না যে সে তোমার মতো অনেককেই বোমা মারতে এসেছিল। বানী শুনো যখন তুমি খুব তাড়াহুড়ো করে তোমার বাবাকে জড়িয়ে ধরবে তুমি দয়া করে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে আমাদের তরফ থেকে, সেটা হলো “ বাবা কাশ্মিরী শিশুদের কি অধিকার নাই সুখে শান্তিতে তাদের বাবার সাথে থাকার”?
তাকে জিজ্ঞেস করো যে-

👉কেন তাকে দয়া করা হয়েছে এই বৈরী পরিবেশে ধরা পরার পরেও?
👉তাকে জিজ্ঞেস করো যুদ্ধ এবং ঘৃনার মূল্য কতো?
👉তাকে জিজ্ঞেস করো কোন জিনিস সবচেয়ে বেশী শক্তিশালী? ঘৃনা নাকি ভালবাসা?
👉তাকে জিজ্ঞেস করো জীবনে সবচেয়ে কি বেশী সুন্দর জীবন নাকি মৃত্যু?

এইসব প্রশ্নের উত্তরের প্রত্যাশায় থাকবো আমি, ভাল থাকো ছোট্ট বানী। আমি আশা করবো তুমি আমাদের এখানে বেড়াতে আসবে তোমার বাবার সাথে এবং হাতে মিসাইল ও বোম্বের পরিবর্তে থাকবে ফুল। এবং আরেকটি বিষয় সেটা হলো আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি যে তোমার হাসি কেউই ছিনাইয়া নিতে পারবে না এবং আমাদের জন্মভূমিও কেউ ধ্বংস করতে পারবে না। ভালো থাকো তোমার বাবার সাথে।
ইতি
মানবপ্রেমী।

মূল চিঠি….

ফেসবুক থেকে সংগৃহীত.

পাঠকের মতামত

Comments are closed.