206733

১০ হাজার রানের ৬ হাজারই নিয়েছেন বাউন্ডারি মেরে!

অনলাইন সংস্করণঃ- বুধবার রাতে বিশ্ব ক্রিকেটে বোলারদের ওপর দিয়ে বয়ে গেছে সাইক্লোন। এই সাইক্লোনের অন্যতম কারিগর ক্রিস গেইল ওই রাতে গড়েছেন দারুন দুটি কীর্তি। বিশ্ব ক্রিকেটে ১৪তম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন। এরই পাশাপাশি আদিল রশিদকে ছক্কা মেরে ছুঁয়েছেন ৫০০ ছক্কার রেকর্ড। যা আন্তর্জাতিক ক্রিকেটে আর কারও নেই।

এখন কথা হলো ৫০০টি ছক্কা মেরেছেন গেইল। যার মধ্যে ওয়ানডে ক্রিকেটে তার ছক্কার সংখ্যা ৩০৫টি। পাশাপাশি চার মেরেছেন ১০৮৮টি! তার মানে দাঁড়াচ্ছে ৬ হাজারেরও বেশি রান এসেছে বাউন্ডারি থেকে! শুধু বাউন্ডারি হাঁকিয়ে এতো রান বিশ্বের আর কোনও ব্যাটসম্যানই নিতে পারেননি।

বুধবার রাতের ম্যাচে ইংল্যান্ডের ৪১৯ রানের জবাবে ২৯ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৩৮৯ রানের মধ্যে ১৬২ রান এসেছে এই ক্যারিবীয় দানবের ব্যাট থেকে। এই রান করতে যেয়ে ১১ চারের পাশাপাশি ১৪ বার বল বাউন্ডারি ছাড়া করেছেন।

হঠাৎ অবসরের সুর তোলা গেইল যেন নতুন যৌবন নিয়ে খেলতে নেমেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ডাক পেয়ে খেলেছেন তিন ম্যাচ। প্রথম ম্যাচে ১৩৫, দ্বিতীয় ম্যাচে ৫০ এবং তৃতীয় ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৬২ রান! এ যেন আরেক গেইল।

ওয়ানডে ক্যারিয়ারে ২৮৮ ম্যাচে ২৮২ ইনিংসে ব্যাট হাতে নেমেছেন গেইল। ৩৮ গড়ে রান করেছেন ১০ হাজার ৭৪। ক্যারিয়ারে সর্বোচ্চ রান আছে ২১৫। ২৫টি সেঞ্চুরির পাশাপাশি আছে ৫০টি অর্ধশত রানের ইনিংস। ফিল্ডিংয়ে দাঁড়িয়ে ১২০টি ক্যাচ নেওয়ার পাশাপাশি পার্ট টাইম বল হাতেও ১৬৫টি উইকেট নিয়েছেন গেইল।

সূত্র আমাদেরসময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.