206703

সমুচিত জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত: আইএসপিআর

অনলাইন সংস্করণঃ- ভারতীয় আক্রমণ ঠেকাতে পাকিস্তানের বিমান ও নৌবাহিনী পুরোপুরি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃ সংযোগ অধিদপ্তর (আই এস পি আর)। ভারতীয় বাহিনী আকাশ বা নৌপথে কোনো অপতৎপরতা চালালে তার সমুচিত জবাব দেওয়া হবে জানায় তারা। খবর ডন ও জি নিউজের।বৃহস্পতিবার আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, বিগত ৪৮ ঘন্টায় ভারতীয় বাহিনী কোনো কারণ ছাড়াই সীমান্তরেখায় গুলিবর্ষণ বাড়িয়েছে। নির্দিষ্ট কয়েকটি সীমান্তে ভারত সৈন্যবৃদ্ধি সহ গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে। ভারতের এমন আচরণ অব্যাহত থাকলে আমাদের আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালাতে হবে।

ভারতীয় বাহিনীর এমন আচরণ যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন ও যুদ্ধবস্থাকে অপরিহার্য করে তোলবে বলে জানায় আইএসপিআর।আইএসপিআর আরও জানায়,ভারতীয় বাহিনীর সম্ভাব্য যে কোনো হামলা ঠেকাতে লাইন অব কন্ট্রোল ( এলওসি) সহ আকাশ ও নৌপথে পাকিস্তানি বাহিনী বিশেষ সতর্কাবস্থানে রয়েছে।গুজব বা মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সাধারণ মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর গাড়িবহরে হামলায় অন্তত ৪০ সেনা নিহত হন। এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে।এই হামলার জেরে গত মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলায় ২০০ থেকে ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করেছে দেশটি।

মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানে বালাকোট এলাকায় সীমান্ত নিয়ন্ত্রণ রেখা পার হয়ে বোমা হামলা চালায়। ভারতীয় গণমাধ্যম দাবি করে এতে অনেক জঙ্গি হতাহত হয়েছে। তবে পাকিস্তান বলছে, এতে তাদের দেশে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এর পর এদিন বিকালে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গোলা বর্ষণ করে। এতে ভারতীয় দুই নাগরিক নিহত হওয়া দাবি করা হয়েছে। বুধবার সকালে পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় দুটি বিমান ঢুকে পড়লে পাকিস্তান তা ভূপাতিত করে। এ ঘটনায় দুইজন নিহত ও দুই ভারতীয় পাইলটকে আটক করেছে পাকিস্তান।

সূত্র বাংলা লাইন ২৪ঃ

পাঠকের মতামত

Comments are closed.