206650

যুদ্ধ আশঙ্কায় দিল্লী মেট্রোতে রেড এলার্ট ঘোষণা, পাকিস্তানে চালু হয়নি ফ্লাইট

আব্দুর রাজ্জাক : ভারত-পাকিস্তানের যুদ্ধ উত্তেজনা প্রভাব ফেলেছে দিল্লি মেট্রাতেও। ইতোমধ্যেই সকল স্টেশনে রেড এলার্ট জারি করা হয়েছে। অন্যদিকে, এখনো চালু হয়নি পাকিস্তানের আকাশে বিমান চলাচল। হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, সিএনএন

গত বুধবার দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) চলমান উত্তেজনায় জরুরি সতর্কতা জারি করেছে। বুধবার বিকাল ৬টা থেকে শুরু করে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত প্রত্যেক স্টেশনকে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। সন্দেহভাজন বস্তু কিংবা ব্যক্তির সন্ধানে প্রতি দুই ঘন্টা পরপর প্রত্যেক স্টেশনের সকল জায়গায় তল্লাশি চালানোর নির্দেশনাও জারি করেছে দিল্লি মেট্রো।

ভারতের রাজধানী শহর দিল্লির প্রায় ৩২৭ কিলোমিটার এলাকাজুড়ে মোট ২৩৬ টি স্টেশনকে এই নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। এর আগে বুধবার সকালের দিকে ভারতের দুটি বিমান ভূপাতিত করার পর অন্তত দু’জন বৈমানিককে আটক করে পাকিস্তান।

সকালের ঘটনার পর অস্থায়ীভাবে সকল বিমান চলাচল নিষিদ্ধ করে ভারত। তবে শুধু বাণিজ্যিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান। তখন ভারতের ৯টি বিমানবন্দরে সকল ফ্লাইটও অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছিলো।

উত্তেজনা প্রায় প্রশমিত হলেও এখনো বিমান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়নি পাকিস্তানের আকাশসীমা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কোন ফ্লাইটই চালু করা হয়নি। এতে দেশীয় ও আন্তর্জাতিক রুটের বহু যাত্রী চরম দুভোর্গে পড়েছেন। তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকবে বলে পাকিস্তান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, পাক-ভারত সীমান্ত ট্রেন সেবা সমঝোতা এক্সপ্রেস অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইসলামাবাদ। প্রতি সোমবার ও বৃহস্পতিবার পাকিস্তানের লাহোর থেকে ভারতের দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এই ট্রেনটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে সমঝোতা এক্সপ্রেসের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.