206662

ভোটার নেই একজনও, তবুও ভোট পড়েছে ১০০!

ডেস্ক রিপোর্ট : গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে এখানে ৪টি কেন্দ্র রয়েছে । এখানে মহিলা ও পুরুষ কেন্দ্র দু’টি করে । খবর মানজমিন

অভিজাত এলাকা গুলশানের এ স্কুলের ৬৪৭ (মহিলা) কেন্দ্রের ২নং বুথে বেলা ১১ টার সময়ও একটি ভোটও পড়েনি। পাশের ৩ নং বুথে ভোট পড়েছে ৪টি। ৪নং বুথেও কোন ভোট পড়েনি। এ বুথের সহকারী প্রিজাইডিং অফিসার কামরুল ইসলাম বলেন, আমার বুথে এখনো কোন ভোট পড়েনি। আমি এত নির্বাচনে দায়িত্ব পালন করলাম, এ রকম চিত্র আর কখনো দেখেনি। মানুষ কেনো যে আসছে না, তা বলতে পারছি না।

কেন্দ্রের ১নং বুথের সহকারী প্রিজাইডিং অফিসার মো. জাহিদুর রহমান বলেন, তার বুথে ২০ টি ভোট পড়েছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে তিনি মনে করেন।

তবে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে পুরুষ ভোটকেন্দ্রে। ৬৪৬ নং পুরুষ ভোটকেন্দ্র। এ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে না পড়লেও ১নং বুথে এ সময়ের মধ্যে ১০০ অধিক ভোট কাস্ট হয়েছে। ৩নং বুথে ৬০টি ও ৪নং বুথে ২৯টি ভোট পড়েছে। ১নং বুথের সহকারী রিয়াজ উদ্দিন বলেন, এ বুথে ভোটাররা সকাল সকাল এসে ভোট দিয়ে গেছেন। এ কারণে তার বুথে তুলনামূলক ভোট বেশি পড়েছে। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আমিন উদ্দিন আকুঞ্জি মানবজমিনকে বলেন, ভোটাররা আসতেছে। ভোট দিয়ে তারা চলে গেছেন। এ পুরুষ কেন্দ্রে সকালে ভোটারদের উপস্থিতি বেশি ছিলো । আমাদেরসময়.কম

পাঠকের মতামত

Comments are closed.