206640

জুতার বক্সে ১৪ হাজার মাইল পাড়ি দিলো সাপ, কারো নজরেই এলো না!

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়া বেড়াতে গিয়েছিলেন স্কটল্যান্ডের মারিয়া বক্সাল। ফিরে এসে সুটকেস খুলে তার চোখ ছানাবড়া। তিনি দেখেন, তার জুতার ভেতর বসে আছে এক পাইথন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে সাপটিকে দেখে প্লাস্টিকের মনে করেন মারিয়া। কিন্তু সেটার গায়ে হাত দিয়ে তিনি আঁতকে ওঠেন। হাতের স্পর্শে নড়ে ওঠে সাপটি। ঘাবড়ে গিয়ে স্কটল্যান্ডের বন্যপ্রাণী সংস্থা স্কটিশ সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলসের (এসপিসিএ) সদস্যদের খবর দেন তিনি। তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

অস্ট্রেলিয়ার একটি রেডিও চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মারিয়ার স্বামী পল বলেন, আমার শাশুড়ি অস্ট্রেলিয়া সফরে তার ঘরে একটি সাপ দেখতে পেয়েছিলেন। সেটাই পরে মারিয়ার জুতা থেকে উদ্ধার করা হয়। বিষয়টি যাই হোক না কেন, মারিয়ার সঙ্গে ওই সাপটি অস্ট্রেলিয়া থেকে ১৪ হাজার কিলোমিটার সফর করে স্কটল্যান্ডে পৌঁছায়।

পাঠকের মতামত

Comments are closed.