206457

সাবধান, সবাইকে আ.লীগ বানালে চলবে না : নাসিম

অনলাইন সংস্করণঃ- আবাসিক এলাকায় কেমিক্যালের গোডাউন পৃথিবীর কোথাও থাকে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এ সময় তিনি বলেন, সারা দেশ আওয়ামী লীগে ভরে গেছে। সবাইকে আ.লীগ বানালে চলবে না বলেও মন্তব্য করেন নাসিম।

আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘এ রকম ঘনবসতিপূর্ণ এলাকায় কেমিক্যালের গোডাউন দুনিয়ার কোথাও নেই, আবাসিক এলাকায় গোডাউন পৃথিবীর কোথাও থাকে না। এটা ব্যবসায়ীদের বুঝতে হবে।’

রাজধানীর নিমতলীতে ২০১০ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরান ঢাকা সব রাসায়নিকের গুদাম সরানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এরপরও গোডাউন না সরানোয় এটি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন নাসিম।

কিন্তু চুড়িহাট্টায় আগুনের পরও সেখান থেকে রাসায়নিকের গুদাম সরাতে আপত্তি করছেন ব্যবসায়ীরা। তাই ব্যবসায়ীদের সতর্ক করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না।’

তিনি আরও বলেন, ‘গোডাউন রেখে নিজেকে এবং নিজের সন্তানকে হত্যার ব্যবস্থা করছেন। এই গোডাউন না সরিয়ে প্রশাসনের দুর্বলতা দেখানোর অর্থ হলো, আবার নিমতলী-চকবাজারের পুনরাবৃত্তি করা। অতি শিগগির এই কেমিক্যাল গোডাউন কেরাণীগঞ্জে স্থানান্তর করুন।’

এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আজকে সারা দেশে সবাই আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না। এটা আওয়ামী লীগের জন্য ভালো না। পঁচাত্তরের আগেও সবাই আওয়ামী লীগের হয়ে গিয়েছিল, কিন্তু পঁচাত্তরের পনেরই আগস্টের পর আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায়নি। এখন সাবধান হওয়ার দরকার, সবাইকে আওয়ামী লীগ বানালে চলবে না।

সূত্র আমাদের সময়ঃ

পাঠকের মতামত

Comments are closed.