206488

পাকিস্তান সেনাবাহিনী আমার সঙ্গে ভাল ব্যবহার করেছে, জানালেন ভারতীয় বৈমানিক আবহি নন্দন (ভিডিও)

রাশিদ রিয়াজ : আটক ভারতীয় যুদ্ধবিমান মিগ-২১এর বৈমানিক আবহি নন্দন বলেছেন তার সঙ্গে সন্মানের সঙ্গেই কথা বলেছে পাকিস্তান সেনাবাহিনী। উইংকমা-ার আবহি নন্দনের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তারা কথা বলেন। চা খেতে দেন। আটকের পর জিজ্ঞেস করেন তিনি বিবাহিত কি না। জবাবে আবহি স্বীকার করেন তিনি বিবাহিত।

ডনে আবহির সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তাদের কথপোকথন প্রচার করা ছাড়াও ভিডিওটি ইউটিউবেন আপলোড করা হয়। যা ছিল এমন:

https://youtu.be/B0PXq-2pwZI

হ্যা আমার সঙ্গে ভাল ব্যবহার করা হয়েছে, জানান, কমাণ্ডার নন্দন। তিনি যোগ করেন, হ্যা আমি পাকিস্তান সেনাবাহিনীর ভাল ব্যবহারের কথা অন রেকর্ড বলছি। এবং দেশে ফিরে যেয়ে আমি আমার বক্তব্য পরিবর্তন করব না। আমার দেখভাল ভালভাবেই করছে পাকিস্তান সেনাবাহিনীর অফিসাররা।

আবহি জানান, আমার বিমান ভূপাতিত হওয়ার পর আমি ক্রুদ্ধ মানুষের খপ্পরে পড়ে যাই। সেই গোলযোগ থেকে পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন আমাকে তাদের সেনাদের হাত থেকে রক্ষা করে। এবং ওই ইউনিটের অফিসাররা আমাকে তাদের সঙ্গে নিয়ে যায়। আমি আশা করি ভারতীয় সেনাবাহিনী তাদের সঙ্গে এমন ব্যবহারই করবে। আমি সত্যিই পাকিস্তান সেনাবাহিনীর ব্যবহারে মুগ্ধ।

আবহির সঙ্গে কথপোকথনের ভিডিও যিনি করছিলেন তাকে জিজ্ঞেস করতে শোনা যায়, ভারতের কোন স্থান থেকে তুমি এসেছো?

আবহি জানান, আমি ভারতের দক্ষিণাঞ্চল থেকে এসেছি।

তুমি কি বিবাহিত?

হ্যা আমি বিবাহিত।

আশা করি তুমি এক কাপ চা খেতে পছন্দ করবে?

নন্দন উত্তর দেন, হ্যা চা খুবই চমৎকার। এর জন্যে ধন্যবাদ।

তুমি কিধরনের বিমানে উড্ডয়ন করে এসেছো?

এ পর্যায়ে আবহি জানান, আমি দুঃখিত মেজর। আমি তোমাকে এটি বলব না। কিন্তু বিমানের ধংসাবশেষ থেকে তুমি তা নিশ্চিত হতে পার।

তোমার মিশন কি ছিল?

আবহি ফের দুঃখ প্রকাশ করে বলেন, এব্যাপারে কিছুই বলবেন না তিনি।

 

পাঠকের মতামত

Comments are closed.