206367

পাকিস্তানের এফ-১৬ যুদ্ধ বিমান গুলি করে নামাল ভারত, দাবি পাকিস্তানের নাকচ

রাশিদ রিয়াজ : বুধবার সকালে কাশ্মীরের নৌশেরাতে তিনটি পাক এফ সিক্সটিন যুদ্ধবিমান ঢুকে পড়ার পর এর একটি গুলি করে ভূপাতিত করার দাবি করছে ভারতীয় বিমান বাহিনী। এদিন সকালেই কাশ্মীরের নৌশেরাতে তিনটি পাক এফ সিক্সটিন যুদ্ধবিমানকে ধাওয়া করে ভারতীয় বিমান বাহিনীর বিমানগুলো। একই সঙ্গে নীচ থেকে ভারতের সেনাবাহিনীও পাক যুদ্ধবিমানকে লক্ষ্য করে গোলাগুলি ছুড়তে থাকে। পালানোর সময় পাল্টা বোমা বর্ষণ করতে থাকে পাক বিমানটি।

কিছুক্ষণের মধ্যেই নৌশেরাতে লাম ভ্যালিতে ভেঙে পড়ে পাক যুদ্ধ বিমানটি। ভারতীয় সীমার মধ্যে তিন কিলোমিটার মতো ঢুকতে পেরেছিল পাক যুদ্ধবিমানটি। যুদ্ধ বিমানটি ভেঙে পড়লেও তার পাইলটের এখনও খোঁজ পাওয়া যায়নি। ভেঙে পড়া বিমানটির পাইলটকে প্যারাস্যুটে করে নামতে দেখা গিয়েছে। তার খোঁজে তল্লশি চলছে। তবে পাকিস্তান তাদের বিমান ভূপাতিত করার ভারতীয় দাবি নাকচ করে দিয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.