206522

ক্রিকেটের সঙ্গে যৌথভাবে যে ব্যবসাগুলোতে সফল ধোনি

অনলাইন সংস্করণঃ- বিশ্বে ক্রিকেটাররা খেলাটাকে পেশা হিসেবে নিলেও আয়ের উৎস শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেন না। নিজস্ব ব্যবসা বা বিভিন্ন কোম্পানির স্পন্সরের সাথে জড়িত থেকে আয়ের উৎস বাড়িয়ে নেন। বিশ্ব ক্রীড়াঙ্গনে এর উদহারণ ভুরি ভুরি।
ক্রিকেটবিশ্বের তেমনি একজন ক্রিকেটার হলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৩৭ বছরের এই খেলোয়াড় ক্রিকেট খেলার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানীর সাথে স্পন্সর হিসেবে জড়িত আছেন।

যে পাঁচ ব্যবসার সাথে ধোনি জড়িত আছেন………….

* স্পোর্টস ফিট প্রাইভেট লিমিটেড
ধোনি জড়িত আছেন স্পোর্টস ফিট প্রাইভেট লিমিটেডের সাথে। বর্তমান সময়ের ভারতের সবচেয়ে বড় ফিটনেস কোম্পানি এইটিকেই মনে করেন মাহি। ধোনি বিশ্বাস করেন এইখানে তিনি ফিট থাকেন। স্পোর্টস ফিট প্রাইভেট লিমিটেড কোম্পানিটি অনেক বড় পরিকল্পনা করছেন। খুব শীঘ্রই তারা অস্ট্রেলীয়া, মধ্যপ্রাচ্যে, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যে শাখা করবে।

* চেন্নাইয়ান ফুটবল ক্লাব
বলিউড তারকা অভিষেক বচ্চন ও ভিতা ধানির সাথে বর্তমান ডিপেন্ডিং চ্যাম্পিয়ান চেন্নাইয়ান ফুটবল ক্লাবের অংশীদার হিসেবে জড়িত আছেন মাহি। মাঠে গিয়ে খেলাও দেখেন তিনি। সময়ের কথা ভাবেন না তখন।

* রাঁচি রেইস
এছাড়াও মাহি ফ্রাঞ্চাইজিভিত্তিক ভারতের হকি টুর্নামেন্টের জাখর্ন্ডের এই রাঁচি রেইসের সাথেও অংশীদার আছেন তিনি। রাঁচি রেইস দলটি আগে রাঁচি রিয়নস নামে ছিলো। ২০১৫ সালের প্রথম আসরেই দলটি শিরোপা জিতে নেয়।

* সেভেন
এমএস ধোনি লাইফস্টাইল কোম্পানি ‘সেভেন’ ও বিনিয়োগ করেছেন। এছাড়া আর এস সেভেন এর শাখার একটি জুতা ব্র্যান্ডের মালিকও তিনি। এই ব্র্যান্ডটির বিশ্বে অ্যাম্বেসর রয়েছে। মজার বিষয় হলো ধোনির ওয়ানডে ও টি-টোয়েন্টি জার্সি নাম্বারের সাথে এই ব্র্যান্ডের মিল রয়েছে। সেভেন ইতিমধ্যে, মধ্যপ্রচ্যে যুক্তরাষ্ট্রে ব্যবসা শুরু করেছে।

* ঋতি স্পোর্টস
সাবেক এই অধিনায়ক ভারতের ক্রীড়া মার্কেটিং ও ব্যবস্থাপনা কোম্পানি ঋতি স্পোর্টসের সাথেও জড়িত আছেন। এছাড়া এই কোম্পানির সাথে জড়িত আছেন ফাপ ডু প্লেসিস, ভুবেনশ্বর কুমার, প্রজ্ঞান ওঝা ও মোহিত শর্মার মত ক্রিকেটাররা।
এই পাঁচ কোম্পানি ছাড়াও ধোনি সুপারস্পোর্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ দল, মাহি রেচিং দলের মালিক।

এর পাশাপাশি ধোনি রিবুক, অমিতি বিশ্ববিদ্যালয়, আম্প্রপালি গ্রুপ, গল্ফ ওয়েল, পেপসি, আশোক লিয়েন্ড, বিগ বাজার, টিভিএস মটরস, এক্সাইড ব্যাটারিস, সনি ব্রাভিয়া, ডাবুর চয়েনপ্রাশ এবং সুনাতা কোম্পানি গুলোর সাথে জড়িত আছেন।
(স্পোর্টসকীডা.কম থেকে অনূদিত)

সূত্র আমাদেরসময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.