206271

শপিংমলে চিতাবাঘ!

অনলাইন সংস্করণঃ- আবাসস্থল ধ্বংস ও শিকারের অভাব আর চোরাশিকারের ফলে পৃথিবী থেকে বিলুপ্তির পথে চিতাবাঘ। এ প্রাণীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে আসছে। তবে যেখানে গভীর বনে এদের কদাচিৎ দেখা মেলে, সেখানে একটি শপিংমলে দেখা দিল বিশাল একটি চিতাবাঘ।

সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে এমন ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চিতাবাঘটিকে শপিংমল এবং একটি হোটেলের বেজমেন্টে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ ঘটনায় আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শপিংমলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে অন্ধকার করিডরে দৌড়ে বেড়াচ্ছে চিতাবাঘটি। প্রথমে কোরাম মলের পার্কিং এলাকায় এটিকে দেখতে পান পথচারীরা। পরে তারা স্থানীয় পুলিশ ও বনকর্মীদের ঘটনাটি জানান। খবর পাওয়ার পর পরই তারা দ্রুত ঘটনাস্থলে হাজির হন। তবে এর আগেই মলের প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যায় চিতাবাঘটি।

সূত্র আমাদের সময়ঃ

পাঠকের মতামত

Comments are closed.