203749

হার্টের অপারেশনে বিপ্লব ঘটাবে নতুন এই পদ্ধতি, দেখুন ভিডিও

নিউজ ডেস্ক : মার্কিন যু্ক্তরাষ্ট্রে প্রতিবছরে গড়ে দশ লাখের বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত হয়। এদের মধ্যে তিন লাখ ৭৫ হাজারের বেশি হৃদরোগে আক্রান্ত ব্যক্তির হার্টে রক্ত জমাট বাধার কারণে রক্ত প্রবাহের পথ বন্ধ হয়ে যায়। এছাড়া দুই লক্ষাধিক লোকের স্নায়ুতন্ত্রে রক্ত জমাট বেধে যায়। একটি জমাট রক্ত মানুষের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। এসব জমাট বাধা রক্ত যে পদ্ধতিতে সার্জারি করা হয় তার নাম ‘থ্রোমবেক্টোমি’। এই পদ্ধতি ব্যবহার করে জমাট রক্ত দূর করতেন সার্জনরা।

তবে এবার একই ক্ষেত্রে আরও উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসা পদ্ধতির আবিষ্কার করেছেন চিকিৎসকরা। কয়েক বছর ধরে গবেষণা ও পরীক্ষামূলক ব্যবহারের পর এ পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার শুরু করছেন তারা। ‘মেগাভ্যাক মেকানিকাল থ্রোমবেক্টোমি সিস্টেম’ নামের এই পদ্ধতি আরো নিখুঁতভাবে কাজ করবে। এর অপারেশন যন্ত্রটির মধ্যে চারটি ভিন্ন ভিন্ন ডিভাইস রয়েছে। যেগুলো ধারাবাহিক ভাবে কাজ করে। এই পদ্ধতি পুরো জমাট বাধা রক্তকে আস্তে করে টেনে তার মধ্যে ঢুকিয়ে নেয়। এরফলে সম্পূর্ণ জমাট রক্ত দ্রুত অপসারণের পাশাপাশি অন্যান্য ক্ষতিও এড়ানো যায় এই পদ্ধতি ব্যবহারের ফলে।

https://www.youtube.com/watch?v=6pI_Ga8XoIc

পাঠকের মতামত

Comments are closed.