201493

অ্যাকাউন্ট না থাকলেও তথ্য জানে ফেইসবুক-টুইটার !

অনলাইন সংস্করণঃ- টুইটার বা ফেইসবুকে অ্যাকাউন্ট নেই, ভাবছেন আপনার কোনো তথ্য জানতে পারবে না সাইটগুলো? ভুল ধারণা। টুইটার বা ফেইসবুকে পরিচিত বন্ধুদের বিনিময় করা বার্তা পর্যালোচনা করে ঠিকই আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে তারা।

মেশিন লার্নিং প্রযুক্তি কাজে লাগিয়ে মাত্র আট থেকে ৯ জন পরিচিত ব্যক্তির পোস্ট বিশ্লেষণ করে এমনটি করা সম্ভব, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। মেশিন লার্নিং প্রযুক্তিতে প্রায় ১৪ হাজার টুইট বার্তার ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, ব্যবহারকারীরা কোন শব্দের পর কোনটি লিখবেন তা ৬৪ শতাংশ ক্ষেত্রেই সঠিকভাবে অনুমান করা সম্ভব।

বন্ধুদের আলোচনায় থাকা অন্য ব্যক্তিদের পরিচিতিও শনাক্ত করা যায়। এমনকি কোনো ব্যক্তির টুইটার বা ফেইসবুক অ্যাকাউন্ট না থাকলেও তাদের তথ্য আলাদা করা সম্ভব। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত অ্যাকাউন্টে ঢু না মারলেও বিভিন্ন অ্যাপ থেকে ব্যবহারকারীদের তথ্য নিয়মিত সংগ্রহ করে ফেইসবুক। ব্যবহারকারীরা কতক্ষণ ধরে অ্যাপগুলো ব্যবহার করেন সে তথ্যও চলে যায় সাইটটির কাছে।

পাঠকের মতামত

Comments are closed.