201325

৪৫টি দেশকে ন্যানো-স্যাটেলাইট তৈরির প্রশিক্ষণ দিতে চায় ভারত!

অনলাইন সংস্করণঃ- ন্যানো-স্যাটেলাইট তৈরির ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞানকে বিশ্বের সাথে ভাগ করে নিতে চায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। এক সংবাদ সম্মেলনে ইসরো জানিয়েছে, ন্যানো স্যাটেলাইট তৈরির জন্য তারা ৪৫টি দেশকে প্রশিক্ষণ দেবে।

এদিকে, ভারতের মহাকাশ নিয়ে কাজ করা এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, ৪৫টি দেশকে ন্যানো-স্যাটেলাইট তৈরির প্রশিক্ষণ দেবে ভারতের রাষ্ট্রায়ত্ত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন (আইএসআরও)।

এদিকে, প্রাথমিকভাবে ১৭টি দেশের ৩০ জন অংশগ্রহণকারীকে এই প্রশিক্ষণ দেয়া হবে। তবে এই তালিকায় এখনো বাংলাদেশের নাম উঠেনি।
প্রাথমিক ভাবে তালিকায় থাকা দেশগুলো হল- ভুটান, ব্রাজিল, চিলি, মিশর, ইন্দোনেশিয়া, কাজাখিস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, মঙ্গোলিয়া, মরক্কো, মিয়ানমার, ওমান, আলজেরিয়া, আর্জেন্টিনা, আজারবাইজান, পানামা এবং পর্তুগাল।

বাকি দেশগুলোর তালিকায় বাংলাদেশের নাম আছে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি। কর্তৃপক্ষ এখনও ওই তালিকা প্রকাশ করেনি।

জানা যায়, প্রতিটি দেশ তাদের একটি দল এই প্রোগ্রামের জন্য পাঠাতে পারবে। দলটি একটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও একটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে গঠিত হবে। এর মধ্যে থেকে ইসরো সবচেয়ে সুগঠিত দলগুলো বেছে নেবে। এই দলগুলোর সমস্ত থাকা খাওয়া এবং অন্যান্য খরচ ইউআরএস বহন করবে বলেও জানানো হয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.