201268

মাত্র ৬৫ দিনে কোরআনের হাফেজ আহমাদ তাইমিয়া

আহমাদ তাইমিয়ার বয়স ৯ বছর। তার পিতার নাম শামীম হোসাইন। আহমাদ তাইমিয়ার গ্রামের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের বালিয়াডাঙ্গা গ্রামে। সে কোটচাঁদপুর কওমি কিরাতুল কোরআন মাদরাসার শিক্ষার্থী এবং হাফেজ শামীম হোসাইনের ছাত্র। মাদরাসার মুহতামিম মুফতি ইবরাহিম খলিল এ তথ্য আমাদের জানিয়েছেন।

মুফতি ইবরাহিম খলিল বলেন, আহমাদ তাইমিয়া আমাদের মাদরাসায় নার্সারি থেকে পড়াশোনা করছে। দ্বিতীয় শ্রেণিতে উঠে গত রমযানের পর সে কোরআন শরিফের নাযেরা পড়া শুরু করে। এর পর কোরআন শরিফের হেফজের সবক (মুখস্থ পড়া) দিয়েছে ৫০ দিনের মতো। এর মধ্যেই তার ৩০ পারা কোরআন হেফজ সম্পন্ন হয়ে যায়। আমাদের প্রত্যাশা, আল্লাহ তায়ালা তাকে আকাবিরদের মতো কবুল করেন।

তিনি আরও বলেন, গত পরশু তার হেফজ সম্পন্ন হয়েছে। এখন সে যথারীতি সবক শোনাচ্ছে। মুহতামিম সাহেব বলেন, আহমাদ তাইমিয়ার বাবা শামীম হোসাইনের আশা, তার ছেলে যেন বড় আলেম হয়। আমরা আহমাদ তাইমিয়ার জন্য দোয়া চাই। সে শারীরিকভাবে দুর্বল। এ বছরও অনেক দিন সে অসুস্থ ছিল।

উৎসঃ ইসলাম টাইমস

পাঠকের মতামত

Comments are closed.