201039

নতুন শেয়ারিং ফিচার চালু করছে গুগল ফটোজ

অনলাইন সংস্করণঃ- বন্ধুদের আরো সহজে ছবি পাঠানোর সুযোগ দিতে নতুন ‘সাজেস্টেড শেয়ারিং’ ফিচার চালু করছে গুগল ফটোজ। শুধু তা-ই নয়, ছবির মানোন্নয়নে গুগলের ‘ফটোস্ক্যান’ অ্যাপের সহায়তা নিতে লিংকও তৈরি করা যাবে। ফলে কোনো ছবি অনলাইনে জমা রাখার সময়ই স্বয়ংক্রিয়ভাবে ছবির ঔজ্জ্বল্য কমবেশি করার পাশাপাশি আকারও পরিবর্তন করা যাবে।

শিগগিরই নিজেদের হালনাগাদ সংস্করণের অ্যাপে এসব সুবিধা চালু করবে ছবি বিনিময় ও অনলাইন স্টোরেজ সেবাটি। উল্লেখ্য, গত বছর প্রথম গুগল ফটোজে ‘সাজেস্টেড শেয়ারিং’ ফিচার চালু হয়। চেহারা শনাক্তকরণ প্রযুক্তি সুবিধার ফিচারটি ছবিতে থাকা ব্যক্তিদের চেহারা চিনে তাদের ই-মেইল ঠিকানা খুঁজে বের করতে পারে।

এমনকি যাদের সঙ্গে নিয়মিত ছবি বিনিময় করা হয় তাদের ঠিকানাও দেখায়। ফলে ছবি পাঠানোর জন্য বন্ধুদের ই-মেইল ঠিকানা খোঁজার দরকার হয় না। যাত্রা শুরুর পরপরই ফিচারটি দ্রুত জনপ্রিয়তা পাওয়ায় নতুন ‘সাজেস্টেড শেয়ারিং’ ফিচার চালুর উদ্যোগ নিয়েছে গুগল ফটোজ।

পাঠকের মতামত

Comments are closed.