200621

ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ছক্কা মারা ১০ ব্যাটসম্যানের তালিকা

স্পোর্টস ডেস্ক।। টি২০ যুগে ধুম ধারাক্কা ব্যাটিংয়ে এখন অহরহ ছক্কা হচ্ছে, এর মধ্যে পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ছক্কা কে মেরেছেন, আসুন দেখে নেই সবচেয়ে বড় ছক্কা মারার ১০ ব্যাটসম্যানের তালিকা।

১০. ক্রিস গেইল (১১২ মিটার) – সিপিএল৷, ৯. মহেন্দ্র সিং ধোনি (১১২ মিটার) – বিপক্ষ দক্ষিন আফ্রিকা৷, ৮. ক্রিস গেইল (১১৯ মিটার) – আইপিএল৷ ৭. ক্রিস গেইল (১২০ মিটার) ৬. আলবি মরকেল (১২৪ মিটার) -আইপিএল বিপক্ষ চেন্নাই৷ এটি আইপিএল ইতিহাসের সেরা ছয়৷ ৫. মারটিন গাপটিল (১২৭ মিটার) – বিপক্ষ দক্ষিন আফ্রিকা। ৪. কাইরন পোলার্ড (১২৮ মিটার) – সিপিএল৷

৩. শাহিদ আফ্রিদি (১৫৮ মিটার) ২. শহীদ আফ্রিদি (১৬০ মিটার) – এটিই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ছক্কা৷ ছক্কাটি মারার পর তার বিরুদ্ধে ড্রাগ নেয়ার অভিযোগ তোলা হয়, পরে অবশ্য তা প্রমানিত হয়নি৷ ১. জারদ আলী (১৭৩ মিটার) – আফগানিস্তানের অনুর্ধ ১৯ দলের ক্রিকেটার৷ ছক্কাটি মারার পর তার ড্রাগ টেষ্ট নেয়া হয়, পরে সে ড্রাগ টেষ্টে ধরা পরলে তার এই ছক্কাটিকে আউসিসির রেকর্ড বইয়ে লিখা হয়নি৷

পাঠকের মতামত

Comments are closed.