200348

রোবট দিয়ে রিপ্লেস করা যাবে না, যে “চার ধরনের চাকরি”

সূত্র সিএনবিসি:-  কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ, ভেঞ্চার ক্যাপিটালিস্ট বর্তমান চীনা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম সিনোভেশন ভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ‘এআই সুপারপাওয়ার’ বইয়ের লেখক কেই-ফু লি। এই লেখক সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সিবিএস এর ‘৬০ মিনিটস’ এ কথা বলেন। তিনি চার ধরনের কাজের কথা বলেছেন যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে করা সম্ভব নয়।

রবিবার সাক্ষাৎকারে কেই-ফু লি বলেন, ‘আমি বিশ্বাস করি [এআই] বিশ্বের মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন করতে যাচ্ছে যা কিনা বিদ্যুতের চেয়ে বেশি।’

তিনি আরও বলেন, ‘বিশেষত, কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান শ্রম বাজারকে নাটকীয়ভাবে পরিবর্তন করবে, এটি আসলে অনেক শ্রমিকের বিশেষ উদ্বেগের বিষয়।’

তবে চার ধরনের কাজ যা কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লবের থেকে নিরাপদ থাকবে বলে মনে করেন লি। লি তার সদ্য প্রকাশিত বইয়ে যে চার ধরণের চাকরির কথা বলেছেন সেগুলো হল-

ক্রিয়েটিভ জবস

বিজ্ঞানি, সাহিত্যিক এবং শিল্পির মতো সৃজনশীল কাজগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা করতে পারবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো কিছু উদ্ভাবন করতে পারবে না। এটি শুধুমাত্র একটি লক্ষ্যে কাজ সম্পাদন করে দিতে পারে।

কমপ্লেক্স অ্যান্ড স্ট্র্যাটেজিক জবস

নির্বাহী, কূটনীতিক ও অর্থনীতিবিদ এ ধরনের কাজগুলো ও রোবট দিয়ে করানো যাবে না বলে বলেন কেই ফু লি।

ইমপ্যাথেটিক অ্যান্ড ক্রিয়েটিভ

শিক্ষক, ন্যানি এবং ডাক্তার এই পেশায় সমবেদনা, বিশ্বাস এবং সহানুভূতি প্রয়োজন। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তায় এই বিষয়গুলো নেই। এমনকি যদি কৃত্রিম বুদ্ধিমত্তা চেষ্টাও করে, কেউই চাইবে না যে কোনো চ্যাটবোট কোনো মানুষকে ক্যান্সার আছে জানাবে কিংবা তার বাচ্চার দেখভাল করবে।

‘এখনো অজানা’ কিছু চাকরি

যেহেতু কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হবে তাই সেখানে নতুন কিছু কর্মসংস্থান সৃষ্টি হবে। যারা কিনা মেশিন ও রোবটের সমন্বয় করবে। এই কর্মক্ষেত্রগুলো এখনো নির্দিষ্ট করে বলা সম্ভব না। উদাহরণ হিসেবে বলা যায়, ইলন মাস্ক বলেছিলেন, ‘ভবিষ্যৎতের টেসলা সেমি ট্রাক চালক ছাড়া নিজেরাই চলতে পারবে। এই ট্রাকগুলো যখন নিজেরাই চলতে পারবে আলাদা কোনো চালক লাগবে না। তখন ভাবুন কতগুলো নতুন সম্ভাবনা তৈরি হবে।’

পাঠকের মতামত

Comments are closed.