199933

কপিল দেবের চরিত্রে রণবীর

অনলাইন সংস্করণ:- ২০১৮ সালটা ছিল রণবীর সিংয়ের দখলে। ‘পদ্মাবত’ ছবির সাফল্য এরপর ‘সিম্বার’ জয়জয়কার দিয়ে শেষ হয় তার গত বছরের ফিল্মি সফর। আর এর মধ্যে দীপিকা পাড়ুকোনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন এই বলিউড সুপারস্টার। এ বছরটাও বিশেষভাবে শুরু করলেন রণবীর সিং। বছরের শুরুতেই মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘গাল্লি বয়’-এর ট্রেলার। আর ট্রেলারেই বাজিমাত।

এরই মাঝে খবর এল এবার ৮৩’র বিশ্বকাপজয়ী ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবের বায়োপিকে দেখা যাবে রণবীর সিংকে।

ডেকান ক্রনিকেল জানায়, ৮৩’র বিশ্বকাপজয়ী ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবের সফলতা বড় পর্দায় তুলে ধরতে চান বলিউডের জনপ্রিয় প্রয়োজক,পরিচালক কবির খান।

জানা গেছে, ভারতের বিশ্বকাপজয়ী প্রথম অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। ১৯৮৩’র বিশ্বকাপে তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে ভারত। ক্রিকেট মাঠের সেই কপিলকে এবার বড় পর্দায় ফুটিয়ে তোলার কাজে হাত নিয়েছেন কবির খান।

এদিকে, কপিল দেবের স্ত্রীর চরিত্রে কাজ করার কথা ছিল তারকা স্ত্রী দীপিকা পাডুকোনের। কিন্তু জীবনীভিক্তিক এই ছবিতে পুরুষদের ভূমিকা বেশী থাকার কারণে এ ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা পাডুকোন বলে জানা গেছে।

কপিলের চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে সংবাদমাধ্যমে রণবীর বলেন, ‘ক্রিকেটের এক লিজেন্ডের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি ভেবে আমি রোমাঞ্চিত।’

তিনি আরও বলেন, ‘আমি আমার সাধ্যমত পর্দায় চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করবো। আমি আশাবাদী যে ভালোই ভালোই আমি কাজটি সম্পন্ন করতে পারবো।’

সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের ৩০ আগস্ট ছবিটি মুক্তি পাবে বলে আশা করছেন ছবির সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

Comments are closed.