199898

আমাকে ‘ইসলামবিরোধী’ প্রতিষ্ঠা করতেই এসব মিথ্যাচার : ফারুকী

অনলাইন সংস্করণ:- সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। তবে মুক্তির আগেই ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উঠেছে বিতর্কের ঝড়। তবে ফারুকী বলছেন, তাকে ‘ইসলাম বিরোধী’ হিসেবে প্রতিষ্ঠা করতেই এসব মিথ্যাচার করা হচ্ছে।

‘শনিবার বিকেল’ সিনেমায় অভিনয় করা জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশার দুটি স্থিরচিত্র সম্প্রতি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়,জাহিদ হাসানের গালভর্তি দাড়ি। নামাজ পড়ার কারণে তার কপালে কালো দাগেরও সৃষ্টি হয়েছে। আর তিশাকে দেখা যায় বোরকা ও হিজাব পড়া পর্দানশিন নারী হিসেবে। স্থিরচিত্র দুটি প্রকাশের পর থেকেই ফেসবুকে অনেকে সমালোচনায় মুখর হয়েছেন।

সমালোচকরা বলছেন, গুলশানের হোলি আর্টিজানে জঙ্গী হামলার ঘটনার ওপর ভিত্তি করে ছবিটি নির্মিত হয়েছে। ফেসবুক পোষ্টে তারা লিখেছেন- হোলি আর্টিজানে হামলাকারীরা ছিল ইউনিভার্সিটি পড়ুয়া উচ্চশিক্ষিত। তাদের মুখে দাড়ি ছিল না। হোলি আর্টিজানের ওপর ছবি তৈরি করতে গিয়ে জাহিদ হাসানের মুখে দাড়ি দেওয়া হলো কেন? আবার কপালে সিজদার কালো দাগও লাগিয়ে দেওয়া হলো কেন? অভিনেত্রী তিশার মাথায় হিজাব পরানো হলো কেন? এসব করে ইসলামকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করছেন সমালোচকরা।

তবে ফারুকী বলছেন ভিন্নকথা। তার ভাষ্য, ‘হোলি আর্টিজান’ হামলার ঘটনা ওপর ভিত্তি করে নয়, ওই ঘটনা থেকে ‘অনুপ্রেরণা’ নিয়ে ‘স্যাটারডে আফটারনুন’ ছবিটি বানিয়েছেন তিনি। ছবির গল্প কিংবা ছবিতে জাহিদ ও তিশার চরিত্র সম্পর্কে কোনো কিছু না জেনেই সমালোচনা করা হচ্ছে।

ফেসবুকে সমালোচনা-বিতর্কের বিষয়গুলো নজরে এসেছে জানিয়ে দৈনিক আমাদের সময় অনলাইনকে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘যারা কথা রটিয়েছেন তারা কি জানেন, ছবিতে জাহিদ হাসানের চরিত্র কি? এরা অদ্ভুত লোক। কান নিয়েছে চিলে এবং এরা সব দৌড়াচ্ছে। কয়েক হাজার গ্রুপে আমি দেখলাম, একই মন্তব্য করেছে। আমি এর মানেটা বুঝলাম না। আসল উদ্দেশ্য হচ্ছে, তারা এটাকে মিশন হিসেবে নিয়েছে। আমি যখন আমি একজন ইসলামবিরোধী লোক এবং আমার বিচার চাইতে হবে, এটা ওরা মিশন হিসেবে নিয়েছে। এটা প্রতিষ্ঠা করার জন্য এই সমস্ত মিথ্যা কথা প্রচার করছে ওরা।’

‘শনিবার বিকেল’ ছবির প্রসঙ্গ টেনে ফারুকী বলেন, ‘ওরা কি জানে ছবির গল্প সম্পর্কে কিছু? ওরা মিথ্যা কথা প্রচার করছে। এটা উদ্দেশ্যমূলক। আমি তো তাদের এখন বলতে যাব না, জাহিদ কী আর তিশা কী। আমি এটা তাদের কেন বলব? আমি কি তাদের এখন বলে দেব, ভাই এর গল্প এ রকম? কোনো নির্মাতা তো গল্প আগে বলবে না, গল্পটা তো সিনেমাহলে গিয়ে দেখতে হবে।’

ফারুকী আরও বলেন, ‘আয়েশা নাটকের সময়ও ওরা একই কাজ করেছিল। বলেছে,আমি বিবি আয়েশার জীবনী বিকৃত করেছি। পরে যখন আয়েশা রিলিজ হলো, তখন দেখা গেল সেখানে বিবি আয়েশার কোনো প্রসঙ্গই নেই।’

ফারুকী বলেন, ‘এই ইসলামবিরোধী কথা বলাও এক-একটা মিথ্যাচার ও প্রপাগান্ডা। তারা আমার সম্পর্কে জানে না। আমার কাজ সম্পর্কেও তাদের কোনো ধারণা নাই। আমি নিশ্চিত, তারা আমার কোনো কাজই দেখে নাই। তারা শুধু জানে, শনিবার বিকেল ছবি মুক্তি পাচ্ছে। তারা ভাবছে, আল্লাহই জানে যেহেতু জঙ্গিবাদ নিয়ে হচ্ছে, কী জানি কী দেখায়। এই আতঙ্ক থেকেই তারা এই সমস্থ কথাবার্তা লিখছে।’

উল্লেখ্য, ‘শনিবার বিকেল’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী তিশা ও জাহিদ হাসান। ছবিতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, ভারতীয় অভিনেতা পরমব্রত, ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানিসহ অনেকে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশ-ভারত-জার্মান। জানা গেছে, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ ছবিটি মুক্তি পাবে।

পাঠকের মতামত

Comments are closed.