199350

টাকার বৃষ্টি !

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্বর্ণমৃগ’ গল্পে মোক্ষদা বিরক্ত হয়ে তার স্বামীকে প্রশ্ন করেছিল, ‘হা করিয়া বসিয়া থাকিলে কি আকাশ হইতে টাকা বৃষ্টি হইবে?’ গত রবিবারের সিনেমার মতো ঘটনার পরে বলা যায়, হতেও পারে। কেননা হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে টাকার বৃষ্টি দেখল। খবর ওয়াং চিং।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার সম্প্রচার অনুযায়ী, ওয়াং গত রবিবার বিকেলে ল্যামবর্গিনির গাড়ি চালিয়ে প্রতিবেশীর আবাসনের সামনে আসেন। সোজা ছাদে উঠে থলি উপুড় করে দেন তিনি। নিচে পথচলতি মানুষের তখন অবাক হওয়ার পালা। কেউ উন্মাদের মতো টাকা কুড়োচ্ছে, কেউ ভিডিও করছে। এক টাকা, দুইটাকা নয়, প্রায় ১৮ লাখ টাকা এইভাবে উড়িয়ে দেন ওয়াং।

স্থানীয় জনতার দাবি, ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের ব্যবসা করে কোটিপতি হয়েছিলেন ওয়াং। তার মতে, গরিবদের হাতে পয়সা তুলে দেওয়ার জন্যই এই কাজ করেছেন তিনি।

আবার পাল্টা মতও আছে। অনেকেই মনে করেন, নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে আছেন ওয়াং। তাই নিজের ভাবমূর্তি পরিষ্কার করতেই এই কাজ করছেন তিনি।

এরকম উদ্ভট কাণ্ডের জন্য ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওয়াংকে।

পাঠকের মতামত

Comments are closed.