199372

কর্মস্থলে প্রেম কমছে যে কারণে !

কর্মক্ষেত্রে কেউ কেউ সহকর্মীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এটা আর কোন ব্যাতিক্রমী ঘটনা নয়। কিন্তু সম্প্রতি যৌন হয়রানি অভিযোগ #মিটু প্রচারে যেভাবে ছড়িয়ে পড়েছে, এ কারণে সম্প্রতি সহকর্মীর সঙ্গে প্রেম করার আগে দুবার ভাবতে হচ্ছে কর্মীদের৷

ডিরেক্ট লাইন নামে লন্ডনের এক বিমা সংস্থার সমীক্ষায় উঠে এসেছে, যৌন হয়রানির অভিযোগে #মিটু আন্দোলনের প্রচারের জন্য কর্মস্থলে প্রেম কমছে৷ অনেকে তাদের অভিজ্ঞতার কথাও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন৷

ডিরেক্ট লাইনের সমীক্ষা চালান যাদের যাদের মধ্য ৮০ শতাংশ মানব সম্পদ পেশায় যুক্ত এবং যারা স্বীকার করেছেন কর্মস্থলে এই প্রেম কিছুটা কমে গিয়েছে ৷ যুক্তরাজ্যের ৫০ শতাংশ কর্মী স্বীকার করেছেন, আগে তারা সহকর্মীর সঙ্গে প্রেম করেছেন৷ এদের ৭৫ শতাংশ জানিয়েছেন তারা তাদের প্রেমের বিষয়টা ম্যানেজারকে ফাঁকি দিয়েই করতেন৷

যৌন হয়রানির নিয়ে প্রচারের জেরে ৭৮ শতাংশ সংস্থা তাদের কর্মস্থল সংক্রান্ত নীতি পরিবর্তন করেছে ৷ ভারতেও সম্প্রতি #মিটু প্রচার অন্য মাত্রা নেয় যখন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন৷ তারপরেই বেশ কিছু যৌন হয়রানির অভিযোগ আসতে থাকে৷ বিশেষত উল্লেখযোগ্য বর্ষীয়ান সাংবাদিক, সাংসদ তথা এক মন্ত্রীর কথা যিনি বাধ্য হন পদত্যাগ করতে৷

সম্পর্ক বিশেষজ্ঞদের ধারণা কর্মস্থলে প্রেম অস্বাভাবিক কিছু নয় কিন্তু সকলের মাথায় রাখা উচিত এক সীমারেখা কোনটা৷ তাদের মনে রাখতে হবে কোনও ভাবেই তাদের প্রেমের সম্পর্ক যেন তাদের পেশাতে প্রভাব না ফেলে।

https://www.youtube.com/watch?v=wRBQBJXp8qs

পাঠকের মতামত

Comments are closed.