199161

মোদির ভারতে মসজিদে আশ্রয় পেলো হিন্দু তীর্থ যাত্রীরা

গত বৃহস্পতিবার শাবরিমালা মন্দিরে দুই নারী প্রবেশের ঘটনায় পুরো কেরালা যখন উত্তাল তখন ভারত অনন্য ধর্মীয় সম্প্রীতির সাক্ষী হলো। সড়ক দুর্ঘটনার শিকার হিন্দু তীর্থযাত্রীদের মসজিদের প্রাঙ্গণে আশ্রয় দেন স্থানীয় মুসল্লিরা।

বৃহস্পতিবার ভোর রাতে খুঝলমান্ডামে হায়দারাবাদ থেকে আসা ১৫ জন তীর্থযাত্রী নিয়ে একটি বাস দুর্ঘটনার শিকার হয়। আর তখন ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলেন একদল মুসল্লি। তারা দুর্ঘটনার শিকার বাস থেকে আহতদের উদ্ধার করে মসজিদে নিয়ে আসে এবং সেখানে বিশ্রামের সুযোগে করে দেয়।

মুসল্লিদের একজন সাহুল হামিদ ফয়েজি বলেন, দুর্ঘটনায় তীর্থযাত্রীদের বহনকারী বাসটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। গাড়িটি একটি ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়েছে। তবে যাত্রীরা খুব বেশি আহত হননি। আমরা তাদেরকে মসজিদে নিয়ে আসি প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করি। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে তারা আবার নতুন যাত্রা শুরু করে। পুলিশ তাদের জন্য নতুন গাড়ির ব্যবস্থা করে।

সূত্র : নিউজএইটটিন ডটকম

পাঠকের মতামত

Comments are closed.