198657

শপথ নিয়ে যা বললেন মাহী বি চৌধুরী

যুগান্তর  : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী আজ শপথ নিয়েছেন। শপথ নেয়ার পর এক প্রতিক্রিয়ায় বলেন, মহাজোট সরকারের সামনে এখন আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণ করাই বড় চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের কক্ষে শপথ নেয়ার পর বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তরুণ এ সংসদ সদস্য এ কথা বলেন। মাহী বি চৌধুরী বলেন, আমরা (মহাজোট) জনগণের বিশাল সমর্থন পেয়েছি। ফলে মানুষের প্রত্যাশাও বেশি। প্রত্যাশা পূরণ ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ। আমরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব।

বিকল্পধারার এ নেতা মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনথেকে নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন। মুন্সিগঞ্জ-১ আসনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী। তিনি দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ মোয়াজ্জেম হোসেনকে।

ওই আসনে চার লাখ ৪০ হাজার ৫১৬ ভোটারের মধ্যে মাহী বি চৌধুরী পেয়েছেন দুই লাখ ৮৬ হাজার ৬৮১ ভোট। আর জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৮৮৮ ভোট। মাহী বি চৌধুরী ২০০১ সালের সংসদে উপনির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পাঠকের মতামত

Comments are closed.