198369

ভাই আইএস বলে মন্ত্রীর পদত্যাগ

ডেস্ক রিপোর্ট  : মাত্র দুই সপ্তাহ আগে ইরাকের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন শাইমা আল-হায়ালি। জঙ্গিগোষ্ঠী আইএস (ইসলামিক স্টেস) -এর সঙ্গে তার ও তার এক ভাইয়ের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ ওঠার পর পদত্যাগের ঘোষণা দেন নবনিযুক্ত এই নারী শিক্ষামন্ত্রী।

বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, শনিবার (২৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদির কাছে পদত্যাগপত্র জমা দেন শাইমা।

পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে এক টুইটার বার্তায় শাইমা বলেন, ‘সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমি প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। এখন সন্ত্রাসীদের সঙ্গে আমার কোনো সংযোগ যাচাই করবেন তিনি। এরপর পদত্যাগপত্র গ্রহণ করবেন কিনা এটা তার ব্যাপার।’

সম্প্রতি মসুলের স্থানীয় কর্মকর্তারা ও কয়েকজন এমপি অভিযোগ করেন, এমপি শাইমার ভাই লায়েথ আল হায়ালি আইএসের সদস্য ছিলেন। লায়েথের আইএস সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড করেন তারা। দাবি করেন, ভিডিওটি ২০১৬ সালের। আরও দাবি করা হয়, আইএসের একটি প্রচারণায় ভিডিওতে লায়েথকে দেখা গেছে।

ওই সময় নিনেভেহ প্রদেশের আইএসের স্থানীয় প্রশাসনের পক্ষে কাজও করেছেন লায়েথ। ভিডিও ছড়িয়ে যাওয়ার পর চাপ বাড়তে থাকায় পদত্যাগের সিদ্ধান্ত দেন শাইমা।

ভাইয়ের আইএস সংশ্লিষ্টতার ব্যাপারে শাইমা বলেছেন, ‘অস্ত্রের মুখে তার ভাইকে প্রচারণা ভিডিওতে অংশ নিতে বাধ্য করা হয়েছে। বাধ্য হয়েই আইএসের হয়ে কাজ করেছেন তিনি।’

তিনি আরও বলেন, তার ভাই ‘কখনও কোনো অস্ত্র ছুঁয়েও দেখেননি। কোনো ইরাকি নাগরিককে হত্যা করতেও সাহায্য করেননি।’

ব্রেকিংনিউজ

পাঠকের মতামত

Comments are closed.