198345

ডুবে যাচ্ছে জাকার্তা!

বছরে গড়ে প্রায় ১ থেকে ১৫ সেন্টিমিটার করে ডুবছে জাকার্তা। ইতোমধ্যে শহরটির ২৫ শতাংশ চলে গেছে পানির নিচে। আর এভাবে চলতে থাকলে আগামী ১ যুগেই জাকার্তা শহরকে সম্পূর্ণরূপে গ্রাস করে নেবে জাভা সাগর। তবে নিজ দেশের রাজধানীকে রক্ষায় নতুন নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে দেশটির সরকার।

গগণচুম্বী অট্টালিকা আর ৬৬১ বর্গ কিলোমিটার আয়াতনের মেগাসিটি’ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্রুত বর্ধনশীলতা আর ব্যাপকতায় যা ছাড়িয়ে গেছে বেইজিং, ব্যাংকক কিংবা মালে’কে। আর ইন্দোনেশিয়ার কাছে এটাই এখন হয়ে উঠেছে আশির্বাদের পরিবর্তে নিদারুণ অভিশাপ।

পরিকল্পনাহীন নগরায়নের বলী হতে যাচ্ছে প্রায় দেড় কোটি জনসংখ্যার এই শহরটি। গেল ১০ বছরে জাকার্তার ২.৫ মিটার চলে গেছে পানির নিচে। তাইতো সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে বিশেষজ্ঞরা হুঁশিয়ার করে দিয়েছেন, এভাবে চলতে থাকলে আগামী ১ যুগ অর্থাৎ ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে যাবে পুরো জাকার্তা।

শুধু তাই নয় জলবায়ুর পরিবর্তনের প্রভাবে ২০৫০ সালের মধ্যে ইন্দোনেশিয়ার প্রায় দেড় হাজারের বেশি দ্বীপ চলে যাবে সমুদ্রতলে।

বিশেষজ্ঞরা বলছেন ডুবে যাওয়ার কারণের মধ্যে রয়েছে প্রাকৃতির শিলা সঙ্কোচন, ভূগর্ভস্থ পানির শোষণ, সুউচ্চ অট্টালিকা নির্মাণ, অবৈধ কুপ খননসহ আরো অনেককিছু। দেরীতে হলেও এবার টনক নড়েছে দেশটির প্রশাসনের। জানান ডুবে যাওয়া রোধে নেয়া হচ্ছে নানান পরিকল্পনা।

পরিবেশ ও বন মন্ত্রণালয় মহাপরিচালক রোজা ভিভেন রত্নাবতী বলেন, জলবায়ু পরিবর্তনকে আমরা একা থামাতে পারবো না। সত্যি বলতে এটা আমাদের জন্য ইতোমধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে। ভবন তৈরির জন্য আমরা নতুন নীতিমালা তৈরি করেছি। পুরো শহরের চারপাশে উঁচু দেয়াল তৈরি করা হচ্ছে। শঙ্কার বিষয়গুলো মাথায় রেখে আগামী বাজেটে এর জন্য বরাদ্ধের পরিমাণও দ্বিগুণ করা হবে।

পুরো জাকার্তাকে ঘিরে রেখেছে ১৩টি নদী। শহরকে বাঁচাতে ইতোমধ্যে সেই নদীর গতিপথের পরিবর্তনের সঙ্গে ৩১টি বাঁধ নির্মানের পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া।

সময়টিভি

পাঠকের মতামত

Comments are closed.