198130

শীতের সবজি নিয়ে জরুরি কিছু টিপস

অনলাইন সংস্করণঃ- শীত মানেই সবজির বাহার। তরতাজা ও মজাদার সবজি খাবার সময় হচ্ছে শীতকাল। শীতের সবজিগুলোতে আছে অনেক পুষ্টি আর খেতেও খুব সুস্বাদু। শীতের দিনে অনেকেই প্রতিদিনের সবজী কিনে ফ্রিজে রাখেন কিন্তু দেখা যায় সেই সবজী কিছু দিন পরেই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কিভাবে এমন সমস্যা থেকে মুক্তি পেতে পারেন? আজ আপনাদের জন্য অসাধারণ কিছু টিপস দেওয়া হচ্ছে যা আপনার শীতের সবজীকে রাখবে তরতাজা সব সময়। চলুন জেনে নেয়া যাক শীতের সবজী কিভাবে আপনি খুব সহজেই তরতাজা রাখতে পারেন। আসুন তাহলে দেখে নেই ট্রিক্স ও টিপসগুলো।

টিপস:
১. শীতের একটি দারুণ সবজী হলো বাঁধাকপি। বাধাঁকপি রান্না করার সময় প্রায়ই একধরনের গন্ধ বের হয়। সে ক্ষেত্রে বাঁধাকপি রান্না করার সময় পানিতে অল্প লবণ দিয়ে বাঁধাকপি ভাপিয়ে নিন। যে পাত্রে রান্না করবেন, সেটা ঢাকবেন না। দেখবেন গন্ধ চলে যাবে।

২. বাঁধা কপি নিয়ে আরেক টি অসাধারণ টিপস- বাঁধাকপি ও ফুলকপির সতেজভাব বজায় রাখার জন্য রান্নার সময় এক চা-চামচ লেবুর রস মেশান। দেখবেন সবজির সুন্দর সাদা রঙ বজায় থাকবে।

৩. গোটা ফুলকপি রান্না করার সময় অর্ধেক লেবু ফুলকপির ওপরের অংশে ঘষে নিন। কপির মাঝের অংশ কোনাকুনি কেটে দিন, সহজে সিদ্ধ হবে।

৪. শশা কাটার ১ ঘণ্টা আগে লবণ পানিতে ভিজিয়ে রাখুন। সালাদ ড্রেসিং সহজে শশার মধ্যে প্রবেশ করবে।

৫. রসুনের কোয়ার ওপর সামান্য তেল ঘষে রোদে শুকনো করে নিন। সহজে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন।

৬. কাঁচামরিচের বোঁটা ছাড়িয়ে নিয়ে মাঝখানে চিড়ে রাখুন। তারপর এতে লবণ ও হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিয়ে স্টোর করুন। বেশিদিন তাজা থাকবে।

৭. লেবু বেশিদিন তাজা রাখতে চইলে লবণের কৌটার মধ্যে রাখুন।

৮. মূলা রান্না করার আগে পাতলা করে খোসা ছাড়িয়ে নিন। গন্ধ কমে যাবে।

৯. আলু বেশদিন ভালো রাখার জন্য আলুর সাথে ব্যাগে ভরে একটি আপেল রাখুন। আলু সহজে পচে যাবেনা।

১০. টম্যাটো ফ্রিজে পলিথিনে স্টোর করবেন না, বাহিরে পলিথিনে রাখতে পারেন। ভালো থাকবে।

১১. কাঁচামরিচের বোটা ছাড়িয়ে ফ্রিজে রাখুন ও আদাও ফ্রিজে রাখুন বেশিদিন ভালো থাকবে।

১২. ফুলকপি ছোট ছোট করে কেটে এয়ারটাইট প্যাকে ভরে ফ্রিজে রাখতে পারেন।

১৩. ক্যাপসিকাম অর্ধেক কেটে ফেলে রাখবেন না। তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।

১৪. গাজর ফ্রিজের বাইরে বেশিদিন ফেলে রাখবেন না।

১৫. লেটুস পাতার তাজা ভাব বজায় রাখার জন্য লেটুস পাতা ধোয়ার সময় পানিতে সামান্য লেবুর রস মিশিয়ে নিন লেটুস পাতা তাজা থাকবে।

পাঠকের মতামত

Comments are closed.