197629

‘পুরো গায়ে মাটি মেখে ৬ ঘণ্টা ফ্যানের নিচে ছিলাম’

আশনা হাবিব ভাবনা। অভিনেত্রী ও মডেল। বাংলাভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘সোনালি দিন’। রোকেয়া প্রাচী পরিচালিত এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

‘সোনালি দিন’ নাটকের ‘জারা’ চরিত্রটি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কী?

একটি মেয়েকে ঘিরে নাটকের গল্প। জারা নামের ওই মেয়েটি নিউইয়র্ক প্রবাসী। বাংলাদেশে প্রথম এসেছে। পরে সে জেলায় ভ্রমণ করে। দেশের পরিবর্তন দেখে মুগ্ধ হয় মেয়েটি। সে তার বাবার স্ট্ক্রিপ্টে বাংলাদেশ নিয়ে সিনেমা বানাতে চায়। এখানে একজন সিনেমার পরিচালকের ভূমিকায় আমি অভিনয় করেছি। বেশ ভালো। মাতিয়া বানু শুকুর চিত্রনাট্যে সবসময় কাজ করে আনন্দ পাই। নাটকের গল্পটি মৌলিক। আর দর্শক মৌলিক গল্পের নাটক পছন্দ করেন। যারা এই নাটকটি দেখেছেন, সবাই বেশ প্রশংসা করছেন।

পাঠকের মতামত

Comments are closed.