197636

গরুকে অপমান, চূড়ান্ত শাস্তি পেলেন নাসিরুদ্দিন শাহ (ভিডিও)

এবেলা : আজমির লিটেরারি ফেস্টিভ্যালে উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও শেষ মুহূর্তে কার্যত বয়কট করা হলো। এখানেই শেষ নয়, উৎসব চত্বরে তাঁর পোস্টার পোড়ানো, তাঁর নাম করে দেশ ছাড়ার শ্লোগান দেওয়াও চলল।

‘‘একজন পুলিশের মৃত্যুর চেয়ে একটি গরুর মৃত্যু এই দেশে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।’’ সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে একজন উদ্বিগ্ন ভারতীয় হিসেবে তাঁর সোজাসাপ্টা বয়ান ছিল এই রকমই। তার জেরেই চূড়ান্ত অপমানিত হতে হলো বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ-কে।

আজমির লিটেরারি ফেস্টিভ্যালে উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও শেষ মুহূর্তে কার্যত বয়কট করা হলো। এখানেই শেষ নয়, উৎসব চত্বরে তাঁর পোস্টার পোড়ানো, তাঁর নাম করে দেশ ছাড়ার শ্লোগান দেওয়াও চলল। সৌজন্যে বিজেপি যুব মোর্চা।

অনুষ্ঠানের উদ্যোক্তারা পক্ষ থেকে মুখপাত্র রাসবিহারী গৌর এক সর্বভারতীয় সংমবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘পুলিশের কাছে বারবার অনুরোধ করেছি পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা তৈরি রাখার জন্য। কিন্তু তারপরেও বিক্ষুব্ধরা কী ভাবে পৌঁছে গেল জানি না। আমরাই বাধ্য হয়ে নাসিরুদ্দিন শাহকে আসতে না করি।’’
প্রসঙ্গত, এই অনুষ্ঠানে সস্ত্রীক একটি সেশনে বক্তা হিসেবও আমন্ত্রিত ছিলেন তিনি । নাসির অবশ্য একই রকম খোশমেজাজে। বলছেন, ‘‘প্রথম নয়, আগেও বলেছি এমন কথা। তবে এবার দেশদ্রোহী হিসেবে তকমা পরিয়ে দেওয়া হয়েছে।’’

পাঠকের মতামত

Comments are closed.