197588

কম বয়সে বাবা-মা হওয়ার ভালো দিক কী কী

সূত্র এনডিটিভিঃ- কম বয়সে বাবা-মা হয়ে যাওয়া একদিক থেকে ভালো, এমনটাই দাবি করলেন ৩৪ বছরের ‘বাধাই হো’ তারকা আয়ুষ্মান খুরানা। স্ত্রী তাহিরা কাশ্যপ, ছয় বছরের ছেলে বিরাজবীর ও চার বছরের মেয়ে ভারুশকাকে নিয়ে আয়ুষ্মানের সুখের সংসার।

সম্প্রতি ফেমাসলি ফিল্মফেয়ার দ্বিতীয় মৌসুমের একটি পর্বে আয়ুষ্মানকে তরুণ বয়সে বাবা হওয়ার অভিজ্ঞতা বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। সেখানেই এ জবাব দেন হালের সেনসেশন।

আয়ুষ্মান খুরানা বলেন, “তরুণ থাকায় আমি ছেলেমেয়ের সঙ্গে ক্রিকেট, ফুটবল, দাবা খেলতে পারি। এমনকি ছেলে তো আমার চেয়েও ভালো পিয়ানো বাজায়। ‘অন্ধধুন’ সিনেমার জন্য পিয়ানোটা কিনেছিলাম। ও তারপরে শেখা শুরু করে। ইতিমধ্যে কনসার্টে পারফর্ম করার জন্য তৈরিও হচ্ছে সে।”

সম্প্রতি মেয়ের স্পোর্টস ডে অনুষ্ঠানে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছে, তা-ও শেয়ার করেন আয়ুষ্মান।

আয়ুষ্মান-তাহিরার দুই সন্তান বিরাজবীর-ভারুশকা। ছবি : ইনস্টাগ্রাম

আয়ুষ্মান বলেন, ‘ভারুশকার স্কুলে অভিভাবকদের জন্য ১০০ মিটার দৌড় ছিল। সেখানে তাঁদের মধ্যে আমিই সবচেয়ে ছোট ছিলাম। কিন্তু শেষে আর অনুষ্ঠানটা হয়নি। আজ যেমন ঘুম খুব কম হয়েছে। কিন্তু তাতে সমস্যা হয় না। তরুণ বাবাদের এনার্জিও বেশি থাকে। আর বাচ্চাদের সঙ্গে আমরাও একটু একটু করে বড় হই।’

এটা বললে ভুল হবে না যে চলতি বছরটি আয়ুষ্মান খুরানার। অসাধারণ অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন এ অভিনেতা। সমালোচকদের প্রশংসাও পেয়েছেন। প্রথমে ‘অন্ধধুন’ ছবিতে, তারপর ‘বাধাই হো’ ছবিতে, যেটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। ‘বাধাই হো’ বক্স অফিসে শতকোটি অতিক্রম করে, যদিও দুটি সিনেমাই কম বাজেটের।

আয়ুষ্মান খুরানার পরবর্তী সিনেমা ‘ড্রিম গার্ল’। এ ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন নুসরাত ভারুচা।

পাঠকের মতামত

Comments are closed.