197557

একজন পুরুষও যদি আমার মতো প্রশ্নটা তুলতেন!

কোনো নারী প্রতিনিধি ছাড়াই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বলিউডের একঝাঁক তারকার বৈঠক নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা।

অভিনেতা অক্ষয় কুমারকে টুইট করে অভিনেত্রী দিয়া মির্জা জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের প্যানেলে কেন কোনো নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হলো না?

প্রধানমন্ত্রীর সঙ্গে চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধি দলের বৈঠক ‘নারীবর্জিত’ হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে বি-টাউনে।

‘গোল্ড’ খ্যাত অক্ষয় কুমার টুইট বার্তায় লিখেছিলেন,’শিল্প-সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা এবং পরামর্শগুলোর ইতিবাচক বিবেচনা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ।’ সেই বৈঠকের একটি ছবিও শেয়ার দেন তিনি, যাতে পুরো প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে।

বৈঠকের সমালোচনা করে দিয়া মির্জা লিখেছেন, ‘এটা অসাধারণ। কিন্তু এই বৈঠকে কোনো নারী নেই, এর কি কোনো কারণ আছে?’

দ্বিতীয় টুইটে ‘লাগে রাহো মুন্না ভাই’ অভিনেত্রী দিয়া মির্জা লিখেছেন, ‘একজন পুরুষও যদি আমার মতো প্রশ্নটা তুলতেন। কীভাবে পুরো ইন্ডাস্ট্রি শুধু পুরুষ দ্বারা প্রতিনিধিত্ব করা যেতে পারে?’

অভিনেত্রী পূজা হেগড়ে এই কথোপকথনে যোগ দেন। দিয়ার মির্জার সঙ্গে সহমত পোষণ করেন তিনি। অভিনেত্রী সন্ধ্যা মৃদুল অক্ষয় কুমারের পোস্টে জোর প্রতিক্রিয়া জানান। লেখেন, ‘গ্রেট। নারীর তো আলোচনা করার মতো কোনো বিষয়ই নেই, তাই না!’

‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ পরিচালক অলঙ্কৃতা শ্রীবাস্তব টুইটবার্তায় লিখেছেন, ‘এই ধরনের বৈঠকে নারীর প্রতিনিধিত্বের জায়গা থাকলে খুব ভালো হয়। এটা ২০১৮।’

অলঙ্কৃতা বলেন, ‘আমি বিশ্বাস করি চলচ্চিত্র শিল্পে ও সামগ্রিকভাবে ভারতীয় অর্থনীতিতে নারীর সমান অংশীদারত্ব রয়েছে।’ তাঁর মত, ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নীতিগুলি সমষ্টিগতভাবে নারীর সমান প্রতিনিধিত্বের দ্বারা আলোচনা করে গ্রহণ করা উচিত।’ তিনি আরো বলেন, ‘আমরা অনুমান করে নিতে পারি না, কেবল পুরুষরাই সবকিছু জানেন এবং সবকিছুর সঠিক সিদ্ধান্ত নেন।’

গত মঙ্গলবার অভিনেতা অক্ষয় কুমার, অজয় ​​দেবগন, চলচ্চিত্র নির্মাতা করণ জোহর, সিদ্ধার্থ রায় কাপুর, রিতেশ সিধওয়ানি এবং সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) প্রধান প্রসূন জোশিসহ ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্র : এনডিটিভি।

পাঠকের মতামত

Comments are closed.