197148

প্রার্থী নিজেই করছেন মাইকিং ! (ভিডিও)

চ্যানেল 24 : প্রার্থী নিজেই চালাচ্ছেন প্রচারণা। একটি অটোরিকশায় করে একাই করছেন মাইকিং। চা-পান খাচ্ছেন ভোটারদের কাছ থেকেই।  এমনই একজন প্রার্থী আব্দুল হাই মাস্টার। কুড়িগ্রাম-১ আসনে জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে লড়ছেন তিনি।

নেই ব্যানার-ফেস্টুন। এমনকি নেই কোনো কর্মীও। নিজেই মাইকিং করে প্রচারণা চালাচ্ছেন। এমনই একজন প্রার্থী আব্দুল হাই মাস্টার। কুড়িগ্রাম-১ আসনে জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে লড়ছেন। তিনি বলেন, পোস্টার ব্যানারে যে খরচ হয়, সেই টাকা জনগণের কাছ থেকেই তুলে নেন জনপ্রতিনিধিরা। তাই তিনি নিজের জন্য কোনো পোস্টার বা ব্যানার তৈরি করেননি।

ভুরুঙ্গামারী উপজেলার ভরতেরছড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই। ১৯৯৫ সালে চর ভুরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী প্রার্থীর কাছাকাছি ভোট পান তিনি। এবারের নির্বাচনেও তাকে নিয়ে বেশ আশাবাদী ভোটাররা। নির্বাচনি হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী, কুড়িগ্রামের এই প্রার্থীর সম্পদ বলতে আছে ২৪ শতক জমিতে বসতভিটা আর ২ বিঘা আবাদি জমি।

পাঠকের মতামত

Comments are closed.