197128

নতুন ফিচার যুক্তহলো ইনস্টাগ্রামে

অনলাইন সংস্করণঃ- ছবি ও ভিডিও শেয়ারিং অ্যাপ হিসেবে পরিচিত সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ‘ইনস্টাগ্রাম’ আরও উন্নত করল তাদের ফিচারস। এবার ইনস্টাগ্রামের মাধ্যমে পাঠানো যাবে ভয়েস মেসেজও।

এর আগেই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ পাঠানোর সুবিধা নিয়ে এসেছিল তাদের অ্যাপ্লিকেশনে। খুব ব্যস্ততার মুহূর্তে সময় বাঁচাতে কিংবা পাঠাতে চাওয়া বার্তায় আরও একটু নিজের ছোঁয়া পৌঁছে দিতেই এই সুবিধা এনেছিল তারা। এবার সেই পথে পা মেলাল ইনস্টাগ্রামও।
আগে থেকেই ইনস্টাগ্রামে ফেসবুকের মতো একটি মেসেজ পাঠানোর উপায় থাকলেও সেখানে মূলত টেক্সট, ছবি ও ভিডিও পাঠানো যেত। এবার ইনস্টাগ্রাম সেখানে নিয়ে এলো নিজের মেসেজ ‘ভয়েস মেসেজ’-এর মাধ্যমে পাঠানোর সুবিধাও।

কীভাবে পাঠানো যাবে এই মেসেজ? একটি ছবি টুইট করে ব্যবহারকারীদের কাছে তা পরিষ্কার করেছে ইনস্টাগ্রাম। এখানে মেসেজ পাঠানোর অপশনে যে মাইক্রোফোন আইকনটি থাকবে, সেটি চেপে ধরে যে কোন বার্তা রেকর্ড করেই পাঠিয়ে দেওয়া যাবে অন্য কাউকে। শুধু তাই নয়, একসঙ্গে অনেককে সেই রেকর্ড করা ভয়েস মেসেজ পাঠানোর মতন সুবিধাও থাকছে বলে জানানো হয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.