197060

ব্যক্তির পছন্দ মতো তৈরি করা যাবে মস্তিষ্ক!

হ্যাপি আক্তার : ২০১৯ সালে বিজ্ঞানের জগতে বড় ধরনের কী ঘটতে পারে? জীবনের ভালো মুহূর্তগুলোর কথা ভেবে দেখুন, কল্পনা করুন সেই অনুভূতি নিয়ে জেগে উঠছেন এবং আপনার প্রতিদিনই সেই অনুভূতি হচ্ছে। এজন্যে শুধু লাগবে কিছু ইলেকট্রোড এবং আপনার স্নায়ুতন্ত্রের সামান্য পরিবর্তন। বলা হচ্ছে, আপনি যে রমক চান ঠিক সেভাবে তৈরি করা হতে পারে আপনার মস্তিষ্ক। বিবিসি বাংলা

২০১৯ সালে আপনার চাহিদা মতো মস্তিষ্ক তৈরি করায় প্রযুক্তিও হয় তো দেখা যেতে পারে। মস্তিষ্কে এসব পরিবর্তন আনা হবে যাতে সেটা ভালোভাবে কাজ করতে পারে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়।

কিভাবে? মস্কিষ্কের টার্গেট করা কিছু জায়গায় পাঠানো হবে ইলেকট্রোম্যাগনিক স্পন্দন। যেমন বায়োহ্যাকিং­ এর জনপ্রিয়তা এখন ক্রমশই বাড়ছে। বায়োহ্যাকিং হচ্ছে যখন মানুষ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে জীবনধারা পরিবর্তন, অপারেশন অথবা শরীরের কোথাও অনিবন্ধিত চিপ স্থাপন করার মাধ্যমে।

আপনি হয় তো থ্রিডি প্রিন্টিং এর কথা শুনেছেন, কিন্তু থ্রিডি অঙ্গ-প্রত্যঙ্গের প্রিন্টিং। বিজ্ঞানীদের আশা, আগামী ২০ বছরে এমন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা হবে যা মানুষের দেহে স্থাপন করা সম্ভব। কিন্তু একটি বায়োটেক কোম্পানির লক্ষ্য ২০১৯ সালের মধ্যে মানব হৃৎপি- প্রিন্ট করা।

আপনি কি সিনথেটিক বার্গার খাবেন? আগামী বছরেই যুক্তরাষ্ট্রের দোকানপাটে এটা পাওয়া যাবে। আজকের দিনে এরকম মাংসের দাম খুব বেশি, কিন্তু অনেক কোম্পানিই এই প্রযুক্তিকে সস্তা করার চেষ্টা করছে। আগামী ১০০ বছরে বিশ্বের জনসংখ্যা হবে ১১০০ কোটি, ফলে আরো খাদ্য প্রয়োজন হবে।

পাঠকের মতামত

Comments are closed.