197023

খামোশ বললেই মানুষের মুখ খামোশ হবে না: প্রধানমন্ত্রী

ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন জামায়াত নিয়ে প্রশ্ন শুনে ক্ষেপে যাওয়ার তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তিনি মানুষের মুখ বন্ধ করে দিতে চাইলেও মানুষের মুখ বন্ধ হবে না।

শহীদ বুদ্ধিজীবী দিবসে শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগের আলোচনায় এ কথা বলেন দলীয় প্রধান। এর আগে সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে জামায়াতের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নে বিরূপ প্রতিক্রিয়া জানান ড. কামাল হোসেন। সাংবাদিককে ধমকের সুরে তিনি বলেন, কার কাছ থেকে কত টাকা খেয়ে এই প্রশ্ন করেছেন। আর ওই সাংবাদিকের নাম জেনে তাকে চিনে রাখার কথাও বলেন।

এবারের নির্বাচনে কামাল হোসেন বিএনপিকে নিয়ে জোট করেছেন। পাশাপাশি জামায়াতের সঙ্গে বিএনপির আরেকটি জোট ২০ দল রয়েছে। আসন বণ্টনে দুই জোটের মধ্যেই হয়েছে সমন্বয়। আর জামায়াতের মতোই গণফোরাম এবং ঐক্যফ্রন্টের শরিকরাও ব্যবহার করছে ধানের শীষ মার্কা।

পাঠকের মতামত

Comments are closed.