196947

১০২ বছর বয়সে ১৪ হাজার ফুট ওপর থেকে ঝাঁপ!

মুসফিরাহ হাবীব : বয়স ১০২ বছর, ১৯৪ দিন। তাতে কী! মনের জোরের কাছে যে তা কিচ্ছু না সেটিই দেখিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার এক বৃদ্ধা। ১৪,০০০ ফুট থেকে ঝাঁপ দিয়ে তিনি এখন বিশ্বের সবচেয়ে প্রবীণ স্কাইডাইভার। নাম ইরিন ও’শিয়া।
অনেকেই প্রতিবছর নিজের জন্মদিনে নিজের কিছু না কিছু শখ পূরণ করেন। ইরিনও ভেবে রেখেছিলেন নিজের ১শ’তম জন্মদিনে পৌঁছালে কী চমক দেবেন নিজেকে।

২০১৬ সালে ১শ’তম জন্মদিনে জীবনে প্রথমবারের মতো স্কাইডাইভিং করেন ইরিন। কিন্তু খুব একটা সফল হতে পারেননি। তাই দু’বছর প্রস্তুতি নিয়ে ফের স্কাইডাইভিং করলেন তিনি। এ দু’বছরে তার বয়স ১০২ পেরিয়েছে।

দক্ষিণ অস্ট্রেলিয়ার আকাশে ১৪ হাজার ফুট উচ্চতায় বিমান থেকে ঝাঁপ দেন ইরিন। সঙ্গে ছিলেন এক প্রশিক্ষক। প্রতি ঘন্টায় ২২০ কিলোমিটার বেগে নিচে নেমে আসার মধ্যেই প্যারাশ্যুটটি ঠিক সময়ে খুলে নিখুঁতভাবে মাটিতে নামেন তিনি। নামার পর জানান, খুব ঠান্ডা থাকলেও আবহাওয়া ভালো থাকায় তার কোনো অসুবিধা হয়নি।

কিন্তু এ বয়সে এত ঝুঁকি নিয়ে কেন এ ঝাঁপ? একি কেবলই উত্তেজনা? না তা নয়। বরং একটি বিশেষ কারণে অর্থ সংগ্রহ করতেই এই স্কাইডাইভিং ইরিনের।

কয়েক বছর আগে মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হয়ে মারা যান ইরিনের মেয়ে। তখন থেকেই এ বিরল অসুখে আক্রান্তদের চিকিৎসার জন্য তহবিল গড়তে অর্থ সংগ্রহ করে চলেছেন তিনি। তার সর্বশেষ এ স্কাইডাইভিংও সেই অর্থ সংগ্রহেরই উদ্যোগ।

পাঠকের মতামত

Comments are closed.