196869

বেশি বয়সে বিয়ে কি সত্যিই বিপজ্জনক…..

বিয়ের বয়সটা ঠিক কী? বাংলায় একটা কহাবত চালু রয়েছে— বিয়ের ফুল ফোটা। কবে, কোন গাছে ফোটে বিয়ের ফুল? এই প্রশ্নের উত্তর কেউ পেয়েছেন বলে মনে হয় না। নির্বিকার আচার্যের ‘খোলখুলি’ দরবারে এবারে এক জনের প্রশ্ন— বেশি বয়সে বিয়ে করলে ক্ষতি কোথায়? নির্বিকার ভেবে দেখেছেন, এই প্রশ্ন এই মুহূর্তে বহু মানুষেরই মনের কথা। তিনি দিয়েছেন এর যথাবিহিত উত্তর।

আর এক জনের সমস্যা তাঁর শ্বশুরমশাইকে নিয়ে। তিনি নাকি হাঁড়ি-হেঁশেল তোলপাড় করছেন চাল-ডালের হিসেব নিয়ে। কী করা যায়? এখানেও রয়েছে নির্বিকার-সমাধান। 

জোনাকি কি দুষ্প্রাপ্য হয়ে গিয়েছে শহর থেকে? কবীর সুমনের গানে রয়েছে— ‘‘শহরে জোনাকি জ্বলে না’’। সত্যিই কী হল বলুন তো জোনাকিদের? মাথা ঘামালেন নির্বিকার আচার্য। খুঁজে বের করলেন জোনাকিদের লা পতা হওয়ার আসল কারণ। এসব জানতে গেলে আপনাকে পড়তেই হবে ‘খোলাখুলি’। আর দেরি কেন! পড়েই ফেলুন।

পাঠকের মতামত

Comments are closed.