196861

কী এমন কাজ করে ৩ লাখ সাবস্ক্রাইবার এই প্রবীণার (ভিডিও)

কাজের সূত্রে অনেক সময়েই ছেলেমেয়েদের বাড়ি-পরিবার ছেড়ে থাকতে হয় অন্য শহরে। সে ক্ষেত্রে তাদের খাওয়াদাওয়ার অসুবিধা হয় স্বাভাবিকভাবেই। এমন লোকজনদের কথা মাথায় রেখেই, ২০১৬ সালে একটি ইউটিউব চ্যানেল শুরু করেন অন্ধ্রপ্রদেশের দুই বন্ধু, লক্ষ্মণ কারে ও শ্রীনাথ রেড্ডি।

খুব সহজ উপায়ে কিছু রান্না করে পেট ভরানোর রেসিপির ভিডিও দেখা যেত ‘কান্ট্রি ফুড’ নামে এই চ্যানেলে।

ঘটনাচক্রে, কয়েক মাস পরে লক্ষ্মণ কারে ও শ্রীনাথ রেড্ডি প্রথম বার আপলোড করেন মস্তনাম্মার একটি ভিডিও। বর্তমানে তাঁর বয়স প্রায় ১০৭ বছর। কিন্তু, এখনও তিনি নিজে হাতে রান্না করেন নানা পদ।

গ্রামের খেতের মাঝে বসেই মস্তনাম্মা এক্সপেরিমেন্ট করেন খাবারের নানা সরঞ্জাম দিয়ে। কখনও তরমুজের মধ্যে চিকেন, কখনও বা টমেটোর ভিতরে অমলেট কারি। আবার কখনও একেবার সাদামাটা বেগুনের তরকারি, বাঁধাকপির তরকারি। পিৎজা, ব্রেড ওমলেট, সামোসাও রয়েছে মস্তনাম্মার রান্নার তালিকায়। ফ্রায়েড চিলি চিকেন বা চিকেন ড্রামস্টিকের পাশাপাশি, মাছ বা চিকেন বা কাঁঠালের বিরিয়ানিও তৈরি করেছেন মস্তনাম্মা।

রান্নার আগে প্রয়োজনীয় সব উপকরণ তাঁর হাতের কাছে গুছিয়ে দেন মস্তনাম্মার পরিবারের লোকজন। তার পর তিনি আসরে নামেন বলে জানিয়েছেন ইউটিউব চ্যানেলের লক্ষ্মণ কারে, যিনি আবার মস্তনাম্মার নাতিও বটে।

‘কান্ট্রি ফুড’ চ্যানেলের তরফ থেকে দুই পার্টনার লক্ষ্মণ কারে ও শ্রীনাথ রেড্ডি জানান, মস্তনাম্মার রেসিপি ভিডিও আপলোড হওয়ার পরে তাঁদের চ্যানেলের সাবস্ক্রিশন বেড়ে গিয়েছে কয়েক গুণ। একা মস্তনাম্মারই নাকি সেই সংখ্যা নিয়ে গিয়েছেন ৩ লাখে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুয়ায়ী, মস্তনাম্মার নানা ডিশের মধ্যে সব থেকে জনপ্রিয় ডিশটি হলো ব্রিঞ্জল কারি।

পাঠকের মতামত

Comments are closed.